নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা : ইংল্যান্ডের বিপক্ষে অনুজ্জ্বল অভিষেকে কামরুল ইসলাম রাব্বীর ক্যারিয়ারই পড়ার কথা হুমকিতে। এই পেস বোলারই কি না নিউজিল্যান্ড সফরে বাউন্সি উইকেট পেয়ে ধরেছেন নিজেকে মেলে। ২ টেস্টের সিরিজে বাংলাদেশ বোলারদের মধ্যে সাকিবের সঙ্গে যৌথভাবে শিকার করেছেন ৬ উইকেট। ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ২ টপ অর্ডার রাভাল, টেলর এবং মিডল অর্ডার ওয়াগনারকে শিকারে ৩/৮৭ তার ক্যারিয়ার সেরা বোলিং। নিউজিল্যান্ড সফরে এমন বোলিংই দারুণ কিছু’র স্বপ্ন দেখাচ্ছে কামরুল ইসলাম রাব্বীকে। হায়দারাবাদ টেস্টে ভারত অধিনায়ক কোহলীর উইকেটে চোখ তার। গতকাল একটি অনলাইন পোর্টালকে দেয়া সাক্ষাতকারে এই লক্ষ্যের কথাই শুনিয়েছেন তিনিÑ ‘যখন খেলা শুরু করি, তখন স্বপ্ন দেখতাম, শচিনের উইকেট যদি পাই! আমার ক্যারিয়ার শুরুর আগে উনি অবসর নিয়েছেন, তাই ওনার উইকেট আর পাওয়া হলো না। তবে এবার ভারত সফরে যদি বিরাট কোহলির উইকেট পাই, তাহলে তা হবে আমার জীবনের দারুণ একটি অর্জন। কারণ, এখন তিনি বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান।’
ভারত সফরে অভিজ্ঞতার পাশাপাশি আত্মবিশ্বাসটাও জরুরী বলে মনে করছেন রাব্বীÑ ‘ভারতের কন্ডিশন হয়তো ততটা পেস বোলিং সহায়ক নয়। তবে যদি পেসাররা পরিকল্পনা অনুযায়ী বল করি তাহলে আশা করি, সেখানে আমরা ভালো করবো। তার জন্য অভিজ্ঞতার পাশাপাশি দরকার আত্মবিশ্বাস।’ দেড় বছর আগে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ভারত সফর করেছেন বলে সাহস আছে তার। আবহাওয়া এবং খাদ্যাভাসে মিল আছে বলে ভারত সফরে দারুন কিছুর স্বপ্ন দেখছেন রাব্বীÑ ‘আবহাওয়া, সংস্কৃতি অনেক কিছুতেই তো প্রচুর মিল আছে। টেস্টে ভারত অনেক বেশি শক্তিশালী দল। তাই ভারতের বিপক্ষে খেলাটা সহজ হবে না। তবে আমাদের গুরুত্বপূর্ণ সব খেলোয়াড় লম্বা সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে বলে বড় ইনিংস খেলার সামর্থ্য তাদেরও আছে। আমরা যদি নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি তাহলে ভারত সফর থেকে ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবো।’
টিভিতে দেখুন
ইংলিশ প্রিমিয়ার লিগ
লিভারপুল-চেলসি, রাত ২টা
সরাসরি : স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি ১
আর্সেনাল-ওয়াটফোর্ড, রাত দেড়টা
সরাসরি : স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি ২
ফ্রেঞ্চ কাপ : লিলি-নঁতে
সরাসরি : নিও প্রাইম, রাত ১১টা
হকি ইন্ডিয়া লিগ, মুম্বাই-কলিঙ্গা
সরাসরি : স্টার স্পোর্টস-২/৩, রাত পৌনে ৮টা
এনবিএ
ডলাস-ক্লেভল্যান্ড, সকাল সাড়ে ৭টা
ফনিক্স-মেম্ফিস, সকাল ১০টা
সরাসরি : সনি সিক্স
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।