Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রামপাল প্রকল্প বাতিল করুন : ড. ফজলে রাব্বী চৌধুরী

প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : জাতীয় পার্টির (জাফর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. টি.আই.এম ফজলে রাব্বি চৌধুরী বলেছেন, জাতীয় স্বার্থবিরোধী রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অশুভ ষড়যন্ত্র সমগ্র জাতি ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে। বাংলার গৌরব সুন্দরবনকে ধ্বংস করে বিজাতীয় বাণিজ্যিক স্বার্থে রচিত এই প্রকল্প কোনোদিনই এ দেশের জনগণ মেনে নিবে না। গতকাল বনানীস্থ জাতীয় পার্টির কার্যালয়ে ঢাকাস্থ প্রেসিডিয়ামের সদস্য সভায় তিনি এসব কথা বলেন। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
সভায় আগামী ২৭ আগস্ট জাতীয় পার্টির চেয়ারম্যান মরহুম কাজী জাফর আহমদ এর প্রথম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদার সাথে সারাদেশে পালন করার জন্য দলীয় সকল জেলা উপজেলার কর্মী ও নেতৃবন্দকে আহ্বান জানানো হয়। ওইদিন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মহাসচিব, প্রেসিডিয়ামের সকল সদস্যসহ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দ কুমিল্লার চিওড়াতে মরহুমের কবর জিয়ারত, দোয়া মাহফিল ও আলোচনা সভায় যোগদান করতে সকাল ৮টায় ঢাকা থেকে রওনা হবেন। সভায় জাতীয় পার্টির মহাসচিব, মোস্তফা জামাল হায়দার, প্রেসিডিয়াম সদস্য এস.এম.এম আলম, নওয়াব আলী আব্বাস খান, মাওলানা রুহুল আমিন, খালেকুজ্জামান চৌধুরী, রফিকুল হক হাফিজ, আলহাজ সেলিম মাস্টার প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রামপাল প্রকল্প বাতিল করুন : ড. ফজলে রাব্বী চৌধুরী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ