পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : পুলিশি নির্যাতনের ঘটনায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বী আদালতে বা থানায় নতুন করে মামলা করতে চাইলে তা নিতে নির্দেশ দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
মামলা নেয়ার জন্য এর আগে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের নিষ্পত্তি করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ গতকাল এই আদেশ দেন।
আদেশে বলা হয়, “গোলাম রাব্বীকে নির্যাতনের ঘটনায় নতুন করে থানা বা আদালতে মামলা করার স্বাধীনতা তার রয়েছে। এক্ষেত্রে সে কোনো অভিযোগ বা এজহার নিয়ে গেলে তা মুখ্য মহানগর হাকিম বা পুলিশকে গ্রহণ করতে নির্দেশ দেয়া হলো।”
গত ৯ জানুয়ারি রাতে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের কাছে বাংলাদেশ ব্যাংকের কমিউনিকেশন্স বিভাগের কর্মকর্তা রাব্বীকে আটক করে পুলিশ। পরে তাকে মাদকসেবী বানানোর ভয় দেখিয়ে মোহাম্মদপুর থানার এসআই মাসুদ শিকদার অর্থ আদায়ের চেষ্টা করেন বলে রাব্বীর অভিযোগ।
ওই ঘটনার পর ১১ জানুয়ারি ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনারের কাছে একটি লিখিত অভিযোগ করেছিলেন রাব্বী। সেই লিখিত অভিযোগই এজাহার হিসেবে নিতে থানাকে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।
আদালতের নির্দেশনা অনুযায়ী রিট আবেদনকারীরা পর দিন মামলার এজাহার করার জন্য মোহাম্মদপুর থানায় যায় এবং লিগ্যাল সার্টিফিকেট জমা দেয়। তবে হা কোর্টের আদেশের অনুলিপি না পাওয়ায় কথা জানিয়ে থানা মামলা নথিভুক্ত করা থেকে বিরত থাকে।
এরপর রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে গেলে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী হাইকোটের দেয়া আদেশ স্থগিত করে দেন। স্থগিতাদেশ দিয়ে বিষয়টি ২৫ জানুয়ারি শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন তিনি।
এরপর রাষ্ট্রপক্ষের করা আবেদন গতকাল শুনানির জন্য কার্যতালিকায় আসে। শুনানি নিয়ে আপিল বিভাগ পর্যবেক্ষণসহ বিষয়টির নিষ্পত্তি করে দেয়।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল। রিট আবেদনকারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।