প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
‘আমি তো ভালা না, ভালা লইয়াই থাইকো’ শিরোনামের গানটি বেশ শ্রোতাপ্রিয়তা লাভ করে। গত বছর কণ্ঠশিল্পী কামরুজ্জামান রাব্বীর গাওয়া এই গানটি প্রকাশিত হয়েছিল। এবার রাব্বি হাজির হলেন ‘আমি তো ভালা না ২’ নিয়ে। গত সপ্তাহে রূপকথা মিউজিক নামে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে গানটি। আমি তো ভালা না, পিরিতের মালা না, আমার সনে প্রেম করা কি চলে, দোয়া করি থাইকো তুমি, ভালা লোকের দলে’ এমন কথার গানটি লিখেছেন প্লাবন কোরেশী। সুরও করেছেন তিনি আর গানটির সংগীতায়োজন করেছেন জাহিদ বাশার পঙ্কজ। কামরুজ্জামান রাব্বী বলেন, আমার গাওয়া প্রথম গানটি অসংখ্য শ্রোতা শুনেছেন। আশা করছি, এই গানটিও সবাই শুনবেন। গানটি অনেক ভালা। নতুন বছরে শ্রোতাদের জন্য এটি আমার উপহার। ২০১৮ সালে শ্রোতাদের কাছ থেকে অনেক কিছু পেয়েছি। তাই কৃতজ্ঞ স্বরূপ শ্রোতাদের আরেকটি নতুন গান উপহার দেওয়ার তাগিদ অনুভব করেছি। কামরুজ্জামান রাব্বী এ প্রজন্মের একজন সংগীতশিল্পী। মাছরাঙা টেলিভিশন-এর লোকসংগীতবিষয়ক রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানার দ্বিতীয় আসরে সেরা পাঁচে জায়গা করে নেন। রাজশাহীর ওস্তাদ নিজামুল ইসলাম খানের কাছে গান শেখা শুরু তার। বর্তমানে ছায়ানট থেকে লোকসংগীতে ৬ বছর মেয়াদি সার্টিফিকেট কোর্স করছেন তিনি। পাশাপাশি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সংগীতে অনার্স করছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।