বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নরসিংদী থেকে স্টাফ রিপোর্টার : ভূ-কম্পনের আগাম সতর্কীকরণ যন্ত্র আবিষ্কার করেছে ক্ষুদে বিজ্ঞানী দুর্জয় সাহা দিপ্ত। সে গতকাল (মঙ্গলবার) জেলা পর্যায়ে শিশু পুরষ্কার প্রতিযোগিতায় অংশ নিয়ে ১ম স্থান অধিকার করেছে। যোগ্যতা অর্জন করেছে জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগিতায় অংশ নেয়ার। দুর্জয় সাহা দিপ্ত নরসিংদীর মাধবদী শহরের কাশীপুর মহল্লার দেবাশীষ সাহার পুত্র এবং মাধবদী এসপি ইনস্টিটিউশনের ১০ম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র। প্রতিযোগিতায় অংশগ্রহণকালে দিপ্ত জানায়, তার যন্ত্রটির নাম ভূমিকম্পের আগাম সতর্কীকরণ এলার্ম। এটি ভূমিকম্প শুরু হবার ৪৬ সেকেন্ড পূর্বে এলার্ম দিতে সক্ষম হবে। যন্ত্রটির স্পন্সর মাটির ৬০০ ফুট গভীরে স্থাপন করতে হবে। দীপ্ত জানায়, বিদ্যুতের গতি যেহেতু কম্পনের গতির চেয়ে বেশি, সেহেতু কম্পন শুরু হবার আগেই বিদ্যুৎ উঠে এসে যন্ত্রটিকে সক্রিয় করবে। যার ফলে ভূমিকম্প শুরু হবার পূর্বেই সংকেত দিতে সক্ষম হবে। শুধু তাই নয় এই এলার্মটি খুব কম মাত্রার ভূ-কম্পনও বুঝতে এবং সতর্ক করতে সক্ষম হবে। দিপ্ত আরো জানায়, এই নিয়ে তার গবেষণা অব্যাহত রয়েছে। এটিকে আরো শক্তিশালী করার চেষ্টা চালানো হচ্ছে। যেহেতু সে একজন দশম শ্রেণীর ছাত্র, গবেষণা করার মতো তার আর্থিক সংগতি কম সেহেতু সে খুব ধীরে ধীরেই গবেষণা চালাচ্ছে। পরিপূর্ণভাবে সফল হলে সে তা বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদন করবে। ক্ষুদে বিজ্ঞানী দিপ্ত তার গবেষণা অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।