Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

কাতারে ক্ষুদে হাফেজ আবু রায়হানের চতুর্থ স্থান লাভ

প্রকাশের সময় : ২৩ জুন, ২০১৬, ১২:০০ এএম

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : কাতারে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৫১টি দেশের মধ্যে চতুর্থ স্থান অধিকার করেছে ক্ষুদে হাফেজ আবু রায়হান। মে মাসের শেষের দিকে কাতারের তাজানুর শহরে এই হেফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সে আড়াইহাজারের বল্লভদী আল ইসলাহ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদরাসার ছাত্র।
এবার পবিত্র রমজান মাসে কুয়েত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় সুযোগ পেয়েছে হাফেজ আবু রায়হান। সে আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের উদয়দী গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী মো. শহিদুল্লাহর ছেলে। তিন ভাই এক বোনের মধ্যে রায়হান মেঝো। স্থানীয় এমপি আলহাজ নজরুল ইসলাম বাবু তার সকল দায়-দায়িত্ব নিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাতারে ক্ষুদে হাফেজ আবু রায়হানের চতুর্থ স্থান লাভ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ