Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এমএ আজিজে ক্ষুদে অ্যাথলেটের মেলা

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল চট্টগ্রামের এম.এ. আজিজ স্টেডিয়ামে শুরু হয়েছে ৪৮তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা। পদ্ম, গোলাপ, বকুল ও চাঁপা এ চারটি অঞ্চল থেকে ৮০৮ জন প্রতিযোগী এতে অংশ নেয়। উদ্বোধনী দিনে অ্যাথলেটিকস বালক বড় দৌড়ে প্রথম ইকরাম (গোলাপ), দ্বিতীয় বাবুল (বকুল), আফজাল (গোলাপ) তৃতীয় হয়েছেন। এছাড়া ১০০ মিটার বালিকা (মধ্যম) দৌড়ে প্রথম কবরী (পদ্ম অঞ্চল), দ্বিতীয় সাদিয়া আক্তার (বকুল অঞ্চল), তৃতীয় হয়েছেন পদ্ম অঞ্চলের জ্যোতি। সকালে প্রতিযোগিতা উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা: দীপুমনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। এসময় চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর শাহেদা ইসলাম, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো: আলমগীর, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো: সোহরাব হোসাইন বক্তব্য রাখেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এমএ আজিজে ক্ষুদে অ্যাথলেটের মেলা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ