Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নুরুজ্জামানের ৪৫তম স্মরণ দিবস আজ

| প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : স্বাধীন বাংলাদেশে প্রথম গুম ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি এডভোকেট মিয়া মোঃ নূরুজ্জামান মাহমুদের ৪৫তম স্মরণবার্ষিকী আজ। ’৬২ ছাত্র আন্দোলনের অন্যতম এই নেতা ১৯৭২ সালের ২৫ জানুয়ারী ঢাকায় গুম হন। তাঁর পরিবারের সদস্যরা মনে করেন রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে গুম করা হয়। তখন থেকেই জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী নেতার অনুসারীরা দিবসটি গোপালগঞ্জ ও ঢাকায় পালন করছে। ’৫৮ সালে ঢাকা কলেজ সংসদে সাধারণ সম্পাদক ও ’৬০ এসএম হল ছাত্র সংসদের সমাজকল্যাণ সম্পাদক মিয়া নুরুজ্জামান ১৯৪০ সালে ৪ অক্টোবর গোপালগঞ্জে জন্মগ্রহণ করেন। তার বাবা এডভোকেট ফায়েকুজ্জামান পাকিস্তান জাতীয় পরিষদ সদস্য (এমএনএ) ও চাচা ওয়াহিদুজ্জামান ঠাÐা মিয়া পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক এমপি শরফুজ্জামান জাহাঙ্গীর জানান, তার ভাই মিয়া নুরুজ্জামান স্মরণ দিবস উপলক্ষে কোরআন খতম, দোয়া-মিলাদ মাহফিল এবং গরীবদের মাঝে খাবার বিতরণ করা হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দিবস

২২ ফেব্রুয়ারি, ২০২৩
২১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ