Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নীলফামারীতে চালককে কুপিয়ে ইজিবাইক ছিনতাই

| প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

নীলফামারী সংবাদদাতা : নীলফামারীতে এক ইজি চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ইজিবাইক ছিনতাই করছে একদল ছিনতাইকারী। এ ছিনতাইয়ের ঘটনাটি ঘটে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নীলফামারী জলঢাকা উপজেলার কালিগঞ্জ গোলনা এলাকায়। আহত ইজিচালক জলঢাকা উপজেলার বালাপাড়া ইউনিয়নের রূপাহারা গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে। এলাকাবাসী আহতবস্থায় ইজিবাইক চালক আবু বক্কর সিদ্দিককে উদ্ধার করে ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। এখানে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে শনিবার দুপুরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ডিমলা থানার উপ-পরিদর্শক সাহাবুদ্দিন জানান, আহত চালককের কাছে ঘটনাটি জেনে জলঢাকা থানায় অবগত করা হয়েছে। এ ব্যাপারে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার
নীলফামারীর ডোমারে বাংলাদেশ ছাত্রলীগ ডোমার উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান রুবেল (৪০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে জেলার ডোমার উপজেলা শহর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আটককৃত রুবেল ডোমার পৌরসভার ১ নং ওয়ার্ড কলেজপাড়া এলাকার মজিবর রহমানের ছেলে। ডোমার থানার এসআই হায়দার আলী জানান, সে মাদকদ্রব্য মামলায় এজাহার নামীয় আসামী। শুক্রবার সন্ধ্যায় মাদকের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। মামলা নম্বর-১৪। তার বিরুদ্ধে অপরাধের নানা অভিযোগ রয়েছে। শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছিনতাই


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ