নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ জাতীয় সাঁতার দলের সাবেক তারকা সাঁতারু ও সাঁতার ফেডারেশনের বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য মাহফুজা রহমান তানিয়া বহিস্কৃত হয়েছেন। তাকে বহিস্কার করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। গত ১২ জানুয়ারি এনএসসি সচিব অশোক কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক বহিস্কারাদেশে বলা হয়, ‘মাহফুজা রহমান তানিয়ার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় তাকে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক বাংলাদেশ সাঁতার ফেডারেশনের নির্বাহী কমিটির বর্তমান সদস্য পদের মনোনয়ন প্রত্যাহার ও বাতিল করা হলো এবং আগামী এক বছরের জন্য ফেডারেশনের যে কোন কমিটি, পরিষদে সদস্য, কাউন্সিলর হিসেবে তাকে অযোগ্য ঘোষণা করা হলো।’
জানা গেছে, গত বছরের সেপ্টেম্বরে মিরপুর সুইমিং কমপ্লেক্সে সাঁতার চলাকালীন সময়ে সেখানকার প্রশাসক সাজিয়া আফরিনের সঙ্গে বাক বিতÐায় জড়ান মাহফুজা রহমান তানিয়া। পরে ওই প্রশাসক সাঁতার ফেডারেশনের সভাপতির কাছে বিচার চেয়ে তানিয়ার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। কিন্তু ফেডারেশন তখন ‘সতর্কতা’ করা ছাড়া অন্য কোন ব্যবস্থা নেয়নি। ফলে অভিযোগকারী এনএসসি’র কাছে সুবিচার দাবি করে আরেকটি অভিযোগপত্র দেন। যার প্রেক্ষিতে এনএসসি পরিচালক (অর্থ) সহিদ উল্লাহকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। শুনানী শেষে কমিটি তানিয়াকে দোষী সাব্যস্ত করে। যার পরিণতি হিসেবে এক বছরের জন্য বহিস্কৃত হন তিনি। এই বহিস্কারাদেশের ফলে মাহফুজা রহমান তানিয়া সাঁতার ফেডারেশনের আসন্ন নির্বাচনে ভোটার ও প্রার্থী হতে পারবেন না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।