নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বার্মিংহাম কমনওয়েলথ গেমস সাঁতারে ব্যর্থতার ধারায় রয়েছেন বাংলাদেশের সাঁতারুরা। আগের দিনের মতো গতকালও পুলে জাতিকে হতাশ করেছেন সুকুমার রাজবংশী। এদিন স্যান্ডওয়েল অ্যাকুয়াটিক সেন্টারের পুলে পুরুষদের ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে সুকুমার ৪০ জনের মধ্যে হয়েছেন ৩০তম। এই ইভেন্টের হিটে তিনি ২৯.৯৬ সেকেন্ড সময় নিয়ে সাত প্রতিযোগির মধ্যে ষষ্ঠস্থান পেয়েছেন। হিটে প্রথম হওয়া দক্ষিণ আফ্রিকা মিশেল হুলিফের টাইমিং ছিল ২৭.১০ সেকেন্ড। তার সঙ্গে বাংলাদেশের সঁতারুদের পার্থক্য কতটুকু তা বুঝিয়ে দিয়েছেন হুলিফ। এদিন ১০০ মিটার বাটার ফ্লাই ইভেন্টে বাংলাদেশের মাহমুদুন্নবীও লক্ষ্যে পৌঁছাতে পারেননি। ৫৬.৭৮ সেকেন্ড সময়ে সাঁতার শেষ করে আট জনের মধ্যে চতুর্থ হন মাহমুদুন্নবী। পুলে ৪৭ জনের মধ্যে ২৫তম অবস্থান পান তিনি। প্রথম হওয়া কানাডার লিন্তো এডওয়ার্ডের টাইমিং ছিল ৫১.৩৬ সেকেন্ড। দুই পুরুষ সাঁতারুর চরম ব্যর্থতার দিন নারীদেও ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে বাংলাদেশের মরিয়ম আক্তার নিজের হিটে ১ মিনিট ২০.৩৭ সেকেন্ডে পাঁচজনের মধ্যে প্রথম হলেও শেষ পর্যন্ত ২৮ জনের মধ্যে ২৪তম স্থান পান। ১ মিনিট ০৬.৪০ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন দক্ষিণ আফ্রিার লারা ভান নিকার্ক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।