Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এশিয়ান গেমসে বাংলাদেশের দুই সাঁতারু

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৬ এএম

বার্মিংহাম কমনওয়েলথ গেমসের জন্য পাঁচ সাঁতারুকে নির্বাচিত করেছে বাংলাদেশ সাঁতার ফেডারেশন। তবে এবার হ্যাংঝু এশিয়ান গেমসের জন্য দু’জন সাঁতারুর নাম চুড়ান্ত করে ১০ ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) কাছে পাঠাতে হবে সাঁতার ফেডারেশনকে। সে লক্ষ্যে পরশু নির্বাচক কমিটির সভায় আসন্ন এশিয়ান গেমসের জন্য দুই সাঁতারুর নাম চূড়ান্ত করেছেন সাঁতার ফেডারেশনের কর্মকর্তারা। এরা হলেন- পুরুষ বিভাগে কাজল মিয়া ও নারী বিভাগে জুথি আক্তার। এ দুইজন ব্যাকস্ট্রোক ও ফ্রি স্টাইলসহ একাধিক ইভেন্টে হ্যাংঝুর পুলে লড়বেন।
নির্বাচক কমিটির অন্যতম সদস্য আবদুল হামিদ বলেন, ‘কাজল মিয়ার জাতীয় রেকর্ড রয়েছে এবং জুথি আক্তারও ভালো টাইমিং করছে। এজন্য আমাদের নির্বাচক কমিটি দুজনকে নির্বাচিত করেছে।’ জানা গেছে, এশিয়ান গেমসে বাংলাদেশ সাঁতারের কোটা কম থাকায় এক সাঁতারুকে একাধিক ইভেন্টে অংশ নিতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এশিয়ান গেমসে বাংলাদেশের দুই সাঁতারু
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ