Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভবিষ্যত সাঁতারুর খোঁজ শুরু

প্রকাশের সময় : ২০ মে, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : শুরু হয়েছে ভবিষ্যত সাঁতারুর খোঁজ। গতকাল বেশ ঘটা করেই উদ্বোধন হলো ‘সেরা সাঁতারু খোঁজে বাংলাদেশ’ প্রতিযোগিতার। মিরপুর সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে উদ্বোধনী দিনে ঢাকা জেলার বালক ও বালিকা বিভাগে ১১-১২, ১৩-১৪, ১৫-১৭ এবং ১৮+ গ্রæপে ২১৫ প্রতিযোগি অংশ নেন। এদের মধ্য থেকে ১১-১২ বছর গ্রæপে বালক চারজন, বালিকা তিনজন, ১৩-১৪ গ্রæপে বালক পাঁচ, ১৫-১৭ গ্রæপে বালক ছয়জন, ১৮+ গ্রæপে বালক ১০ এবং বালিকা পাঁচজনসহ ৩৩ জন সাঁতারু নির্বাচন করা হয়। প্রত্যেক বিভাগের প্রথমস্থান অধিকারী সাঁতারুকে এক হাজার এবং বাছাই পর্বের গÐী পেরুনো সাঁতারুরা পান পাঁচশত টাকা করে পুরস্কার। এর আগে জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি প্রধান অতিথি থেকে এই সাঁতার প্রতিভা অন্বেষন কর্মসূচির উদ্বাধন করেন। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেণ শিকদার এমপি, জাহিদ আহসান রাসেল এমপি, সাঁতার ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ, সহ-সভাপতি এডভোকেট মোল্লা মোঃ আবু কাওছার, সাধারণ সম্পাদক রফিজ উদ্দিন রফিজ ও যুগ্ম সম্পাদক এম বি সাইফ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভবিষ্যত সাঁতারুর খোঁজ শুরু
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ