নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : বর্তমান সময়ে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার কে? নিশ্চয় ভাবছেন লিওনেল মেসির কথা, বিশ্বের নামী-দামি ক্লাবগুলো যাকে বø্যাংক চেক ধরিয়ে দিয়ে অর্থের অঙ্কটা বসিয়ে নিতে বলে! অথবা ক্রিশ্চিয়ানো রোনালদো। কিছুদিন আগেই যাকে পেতে চীনা একটি ক্লাব নাকি সেঁধেছিল ৩১৫ মিলিয়ন মার্কিন ডলার! কিন্তু না, তাদের কেউ নন। ফুটবল পÐিতদের দাবি এমনটাই। তাদের বিবেচনায় সেই ব্যক্তিটি হলেন নেইমার জুনিয়র।
সম্প্রতি ফিফা প্রতিষ্ঠিত সুইজারল্যান্ডভিত্তিক ফুটবল গবেষনা প্রতিষ্ঠান ‘সিআইইএস ফুটবল অবজারভেটরি’ নামক সংস্থা চার ফুটবল গবেষক ও পরিসংখ্যানবিদের সমন্বয়ে গড়া একটি গ্রæপ তাদের গবেষনা প্রতিবেদন প্রকাশ করেছে। পাঁচ বছর মেয়াদী তাদের এই গবেষনার বিষয় ছিল পারফরম্যান্স, বয়স, বর্তমান চুক্তির মেয়াদ ইত্যাদির ভিত্তিতে ইউরোপে খেলা শীর্ষ ফুটবলারদের তালিকা তৈরি করা। গতকাল তারা প্রকাশ করেছে সেই গবেষনা প্রতিবেদন। আশ্চর্যের বিষয় হলো ২৪ কোটি ৬৮ লাখ ইউরো মূল্যমান নিয়ে এই তালিকার শীর্ষে রয়েছেন ২৬ বছর বয়সী বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা নেইমার। সময়ের সেরা খেলোয়াড় মেসি আর্থিক অঙ্কপাতে তার চেয়ে ঢের পিছিয়ে। দ্বিতীয় অবস্থানে থাকা ২৯ বছর বয়সী বার্সেলোনার আর্জেন্টাইন তারকার মূল্যমান মেসি ১৭ কোটি ৫ লাখ ইউরো। ১২ কোটি ৬৫ লাখ মূল্যমান ধরা হয়েছে সদ্য ব্যালন ডি’অর ও ফিফার ‘দ্য বেস্ট’ জয়ী পর্তুগিজ তারকা রোনালদোর। ক্রমানুযায়ী রিয়াল মাদ্রিদ তারকা সাত নম্বরে।
গেল মৌসুমে ১০ কোটি ইউরোরও বেশি ট্রান্সফার ফিতে জুভেন্টাস থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি দেয়া ফরাসি মিডফিল্ডার পল পগবা ১৫ কোটি ৫৩ লাখ ইউরো মূল্যমান নিয়ে আছেন তিনে। ২০১৩ সালে প্রায় ১০ কোটি ইউরো ট্রান্সফার ফিতে টটেনহাম থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেয়া ওয়েলস তারকা গ্যারেথ বেল আট কোটি ৪০ লাখ ইউরো নিয়ে আছেন চতুর্দশতম অবস্থানে।
তালিকার শীর্ষ পাঁচজনের তিনজনই বার্সেলোনার। অনুমিতভাবেই মেসি-নেইমারের সাথে সেই তিনজনের অপরজন হলেন ‘এমএসএন’ খ্যাত আক্রমণত্রয়ীর অপর তারকা লুইস সুয়ারেজ। ১৪ কোটি ৫২ লাখ ইউরো মূল্যমান নিয়ে ৫ নম্বরে উরুগুয়ান তারকা। ১৫ কোটি চার লাখ উইরো নিয়ে চারে অ্যাটলেটিকো মাদ্রিদের ফরাসি স্ট্রাইকার অঁতোয়ান গ্রিজম্যান। শীর্ষ দশে দুজন আছেন ইংলিশ খেলোয়াড়, দুজনই টটেনহামের। তারা হলেনÑ ১৩ কোটি ৯২ লাখ ইউরো মূল্যমানের হ্যারি কেইন ও ১১ কোটি পাঁচ লাখ ইউরোর দেলে আলী। তবে রবার্ট লেভান্দোভস্কি (সাত কোটি চার লাখ ইউরো) ও পিয়েরে-এমরিক আবুমেয়াং (ছয় কোটি ৮৮ লাখ ইউরো)-এর মতো গোল মেশিনদের তালিকার শীর্ষ ২৫ এর বাইরে স্থান পাওয়াটাও বিষ্ময়ের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।