নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা : প্রথম ইনিংসে আঙ্গুলে চোট নিয়ে ১৫৯ রানের ইনিংসে বাহাবা পেয়েছিলেন মুশফিকুর। সেই চোট এতোটাই ভুগিয়েছে যে, উইকেট কিপিং করতে আর পারেননি মুশফিকুর। তার পরিবর্তে কিপিং করতে এসে ৫ ডিসমিসালে বদলি উইকেট কিপার হিসেবে রেকর্ড করেছেন ইমরুল কায়েস। তবে দ্রæত রান নিতে যেয়ে ইমরুল ম্যাচের চতুর্থ দিন কুঁচকিতে চোট পাওয়ায় তা এতোটাই ব্যথিত করেছে যে, বাংলাদেশ দলকে ম্যাচ থেকে ছিটকে ফেলেছে ওই ইনজুরি। দলের প্রয়োজনে ব্যাটিংয়ে নেমেছেন সবার পরে, দাঁড়িয়ে থাকা দুষ্কর হয়েও তিন তিনটি বাউন্ডারি মেরেছেন তিনি। দলের প্রয়োজনে ব্যাট করতে নেমে মুশফিকুর আহত হয়েছেন বাউন্সারে।
চোট নিয়েই মুশফিক ক্রিজে যাওয়ার পর লেগ গালি ও শর্ট লেগ রেখে একের পর এক বাউন্সারে মুশফিককে চাপে রাখে নিউজিল্যান্ড। কয়েকবার ব্যাটের হাতলে লাগে বল। ৪৩তম ওভারে টিম সাউদীর বাউন্সার লাগে হেলমেটের পেছনে।১৩ মিনিট ক্রিজে শুয়ে থাকার পর স্ট্রেচারে করে মাঠ থেকে ওয়েলিংটন হাসপাতালে যেতে হয়েছে তাকে। পরবর্তীতে আর ব্যাটিং করা সম্ভব হয়নি এই মিডল অর্ডারের। এই ইনজুরিটাই ভুগিয়েছে গতকাল বাংলাদেশ দলকে। আঘাতটা গুরুতর নয় বলে জানিয়েছেন মিডিয়া ম্যানেজার। তবে নিউজিল্যান্ড বোলারদের বাউন্সার বাংলাদেশ ব্যাটসম্যানদের ভোগালেও তা নিয়ে প্রতিপক্ষ বোলারদের দোষের কিছুই দেখছেন না তামীমÑ ‘বাউন্সার নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই। আমি নিশ্চিত মুশিরও অভিযোগ নেই। এটা ওদের কৌশল, হতেই পারে। ওরা যখন বাংলাদেশে যায়, আমরা জানি ওরা স্পিন পছন্দ করে না, সারাদিন স্পিনই করি আমরা। তখন ওরা অভিযোগ করে না। ক্রিকেট এমনই।’
বাংলাদেশের মিডল অর্ডারের প্রান মুশফিকুরকে বাউন্সার ভীতিতে ফিরিয়ে দেয়ার কৌশলে সফল বলে জানিয়েছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনÑ ‘খেলোয়াড়কে পরাস্ত করার এটি একটি কৌশল। তবে মুশফিককে সাক্ষাৎকার দিতে দেখে ভালো লাগছে। তাকে এখন পুরো সুস্থ দেখাচ্ছে; যা আমাদের দৃষ্টিকোণ থেকে সত্যিই সুখকর।’
তবে চোট আঘাত বাংলাদেশ দলকে ভুগিয়েছে, তা অকপটে স্বীকার করেছেন তামীমÑ ‘দুর্ভাগ্য নয়, দায়টা আমাদের নিজেদেরই নিতে হবে। আরও ভালো ব্যাট করতে পারতাম। চোট-আঘাতের কথা বললে হয়ত দুর্ভাগা ছিলাম। কিন্তু ম্যাচ হেরেছি ব্যাটিং ভালো না হওয়ায়। আমি ও ইমরুল শুরুটা ভালো করেছিলাম। ইমরুল চোট পেল। আজ সাব্বির ও মুশি যখন ভালো ব্যাট করছিল ঠিক তখনই মুশফিক চোট পেল। কিছুটা দুর্ভাগ্য আর বাকিটা নিজেদের বাজে শট নির্বাচনের কারণে এই হার।’
প্রথম ইনিংসের সব কৃতিত্ব মøান করার পরও এই ম্যাচ থেকে ইতিবাচক অর্জনগুলোকে সামনে এনেছেন তামীমÑ ‘আমাদের টেস্ট রেকর্ড এমনই। একসঙ্গে দুই ইনিংস ভালো হয় কম। এটা চিন্তা করার বিষয়। এই টেস্টে একটা সময় ছিল যে আমরা আরেকটু ভালো ব্যাটিং করলেই ড্র করা যেত। আমরা সেটা পারিনি। অনেক ইতিবাচক কিছু আছে। অনেক প্রাপ্তি আছে। তবে দিনশেষে আমরা ম্যাচ হেরেছি। এটাই মূলব্যাপার। আমরা খুবই হতাশ।’ দায়টা বোলারদের উপরও কিছুটা দিয়েছেন তিনিÑ ‘এই কন্ডিশনে আমাদের দলের বোলাররা খুবই অনভিজ্ঞ।’ তবে প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনÑ ‘আমরা ওদের কাছ থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করেছি। প্রথম ইনিংসে ওরা দূর্দান্ত আবহাওয়ার কথা বিবেচনা করলে আমি মনে করি, ওরা প্রথম ইনিংস আমাদের চেয়ে ভালো সামলেছে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।