Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহীকে উদ্বেগে ফেলে চোটে সাইফউদ্দিন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরুর আগেই বড় ধাক্কা খেল মিনিস্টার গ্রুপ রাজশাহী। তাদের সেরা তারকা অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন অনুশীলনে চোট পেয়েছেন। বাঁ পায়ের গোড়ালির চোটে মাঠ ছেড়েছেন লাঠিতে ভর দিয়ে। দলটির প্রধান কোচ সারওয়ার ইমরান নিশ্চিত করেছেন এই খবর, ‘অনুশীলনের সময় ও গোড়ালিতে চোট পেয়েছে। এখনো বোঝা যাচ্ছে না চোট কতটা গুরুতর। পরীক্ষা-নিরীক্ষার পর বলতে পারব।’

গতকাল সকালে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুশীলন করে রাজশাহী। অনুশীলন শেষে গণমাধ্যমকে রাজশাহীর আরেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল জানান, অনুশীলনের শুরুর দিকে হালকা ফুটবল খেলতে গিয়েই এমন চোট পান সাইফুদ্দিন, ‘আপডেটটা তো আমিও জানি না। আমরাও পরিষ্কার না (চোট কতটা গুরুতর)। যেটা হয়েছে, হালকা ফুটবল খেলতে গিয়ে পড়ে গিয়ে গোড়ালিতে ব্যথা পেয়েছে।’

ক্রাচে ভর দিয়ে মাঠ থেকে বেরিয়ে যাওয়া সাইফউদ্দিনকে প্লেয়ার্স ড্রাফটে প্রথম সুযোগেই দলে ভিড়িয়েছিল মিনিস্টার রাজশাহী। ব্যাটে-বলে তার অলরাউন্ড পারফরম্যান্সের ওপর বড় ভরসা ছিল তার দলের। কিন্তু তার চোটের যে অবস্থা দেখা গেল, তাতে তিনি আদৌ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলতে পারবেন কি না, সন্দেহ। পায়ের গোড়ালিতে আঘাত পাওয়া সাইফউদ্দিনের স্ক্যানিং হয় এদিন বিকেলেই। এরপরই জানা যাবে, বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে তার খেলার সম্ভাবনা কতটুকু। দলের ম্যানেজার হান্নান সরকার জানান, আজ এই অলরাউন্ডারের চোটের ব্যাপারে নিশ্চিত হতে পারবেন তারা, ‘অনুশীলনে গোড়ালিতে চোট পেয়েছে। এখন সে আমাদের দলের ফিজিও ও বিসিবির মেডিকেল বিভাগের অধীনে আছে। বিসিবির প্রটোকল মেনে চিকিৎসা চলবে। আগামীকাল (আজ) এই ব্যাপারে বিস্তারিত জানাতে পারব।’
আগামীকাল থেকে শুরু হচ্ছে পাঁচ দলের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। উদ্বোধনী ম্যাচেই বেক্সিমকো ঢাকার বিপক্ষে খেলবে রাজশাহী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চোটে-সাইফউদ্দিন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ