চরিত্র মানুষের শ্রেষ্ঠতম অলঙ্কার
সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত- মানবজাতি। এ শ্রেষ্ঠত্ব মানুষ তার চরিত্র দিয়ে অর্জন করে নেয়।
প্র:- কি কি কারণে নামায ভেঙ্গে যায়?
উ:- দুই ধরনের কারণ সৃষ্টি হলে নামায বাতিল হয়ে যায়Ñ১. কথা বলা ২. কাজ করা।
কথা বলা:
ক. ইচ্ছা বা অনিচ্ছায়, স্বপ্নে পড়ে কিংবা জেগে নামাযের মধ্যে কথা বলা।
খ. কাউকে সালাম দেয়া অথবা কারো সালামের জওয়াব দেয়া।
গ. কারো ডাকে সাড়া দেয়া, কারো হাঁচির জওয়াব দেয়া।
ঘ. দুঃসংবাদ শুনে ‘ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিঊন’ পড়া।
ঙ. সুসংবাদ শুনে ‘আলহাম্দুলিল্লাহ’ পড়া।
চ. আশ্চর্য হয়ে ‘সুব্হানাল্লাহ বা লা- ইলাহা ইল্লাল্লাহু আলহাম্দুলিল্লাহ’ পড়া।
ছ. নিজের ইমাম ব্যতীত অন্য কারো নামাযে ‘লোকমা’ দেয়া।
জ. দুনিয়াবী কোন জিনিস নামাযের মধ্যে চাওয়া, যা মানুষের কাছে চাওয়া যায়। যেমন: টাকা-পয়সা, গাড়ি-বাড়ী।
ঝ. দুঃখ-বেদনায় আহ-উহ করা।
ঞ. কোরআন শরীফ দেখে দেখে নামায পড়া।
ট. মারাত্মক ভুল উচ্চারণে কোরআন পড়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।