Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জয়ে ফিরল চেলসি

| প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : প্রিমিয়ার লিগে প্রত্যাশিত জয় পেয়েছে বড় দলগুলো। গোলমুখে দলের প্রধান ভরসা ডিয়াগো কস্তাকে ছাড়াই বর্তমান লিগ চ্যাম্পিয়ন লেস্টার সিটিকে ৩-০ গোলে হারিয়েছে চেলসি। কিং পাওয়ার স্টেডিয়ামে দুই আর্ধে দু’টি গোল করেন মার্কোস অ্যালোনসো। বাকি গোলটা পেড্রোর নামে। টানা ১৩ ম্যাচ জয়ের পর আগের ম্যাচে টটেনহামের কাছে হেরেছিল বøুরা।
সাত পয়েন্ট পিছিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে থাকা টটেনহামের জয়টি ছিল ৪-০ গোলের। ওয়েস্ট ব্রæমের বিপক্ষে একাই তিন গোল করেন ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেন। বাকিটা ছিল আত্মঘাতি। এ ছাড়া সোয়ানসি সিটিকে তাদেরই মাঠে ৪-০ গোলে হারিয়ে শীর্ষ চারে ফিরেছে আর্সেনাল। প্রথমার্ধে অলিভার জিরুদের গোলে এগিয়ে ছিল গানাররা। দ্বিতীয়ার্ধে স্বাগতিকরা ঘুরে দাঁড়াবে কি উল্টো দুই আত্মঘাতি গোলে ৩-০ তে পিছিয়ে পড়ে তারা। পরে ব্যবধান বাড়ান অ্যালিক্সেস সানচেস।
একনজরে ফল : বার্নলি ১-০ সাউদাম্পটন, হাল সিটি ৩-১ বোর্নমাউথ, লেস্টার ০-৩ চেলসি, সান্ডারল্যান্ড ১-৩ স্টোক সিটি, সোয়ানসি ০-৪ আর্সেনাল, টটেনহাম ৪-০ ওয়েস্ট ব্রæম, রওয়াটফোর্ড ০-০ মিডিলসব্রো, ওয়েস্ট হাম ৩-০ ক্রিস্টাল প্যালেস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চেলসি

৮ সেপ্টেম্বর, ২০২২
১৪ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ