Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আব্রামোভিচের নিষেধাজ্ঞায় বিপাকে চেলসি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০২২, ১২:২২ এএম

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ‘সম্পৃক্ততার’ অভিযোগে রোমান আব্রামোভিচসহ সাত প্রভাবশালী রাশানকে নিষেধাজ্ঞা তালিকায় যুক্ত করেছে যুক্তরাজ্য। সাত জনকে নিষেধাজ্ঞার আওতায় আনার কথা গতকালই জানিয় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এই তালিকায় থাকা ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব চেলসির মালিক আব্রামোভিচের সম্পত্তি জব্ধ করা হবে। ফলে গতবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ক্লাবটি আর কোনো টিকেট বিক্রি করতে পারবে না। কেবল মাত্র পুরো মৌসুমে টিকেট ক্রেতাগণই এখন মাঠে গিয়ে খেলা দেখতে পারবেন।
চেলসি বিক্রি করে দেওয়ার যে উদ্যোগ নিয়েছিলেন আব্রামোভিচ, সেটাও এই নিষেধাজ্ঞায় স্থগিত হয়ে গেল। যতদিন নিষেধাজ্ঞা থাকবে, এই ক্লাব তিনি বিক্রি করতে পারবেন না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আব্রামোভিচের নিষেধাজ্ঞায় বিপাকে চেলসি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ