নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা : টি-২০ সিরিজের প্রথম ম্যাচে নিল ব্রæমের অবধারিত ছক্কার শটটি ডিপ স্কোয়ার লেগে বাউন্ডারির উপর থেকে শুন্যে লাফিয়ে, পরবর্তীতে পায়ের ভারসাম্য রেখে যেভাবে অসাধারণ ডাইভে ছক্কায় পরিণত করেছেন সাকিবÑ এই ক্যাচটি এক কথায় অবিশ্বাস্য। ছয়দিন আগে ওই অবিশ্বাস্য ক্যাচ নিয়ে প্রশংসিত সাকিব গতকাল সে প্রশংসা জলাঞ্জলি দিয়েছেন! মাশরাফির বলে উইলিয়ামসনকে ৫৩ রানে ফিরিয়ে দেয়ার সহজতম সুযোগটি হাতছাড়া করেছেন সাকিব হাত থেকে ক্যাচ ফেলে দিয়ে। যে পার্টনারশিপটি থেমে যেতে পারত ৬৬ তে, সেই পার্টনারশিপটি বড় হতে হতে টেনে নিয়েছে ১২৪ রানে,তার জন্য সাকিবের ওই ক্যাচ হাতছাড়াই নয়, মাশরাফির পরের ওভারে ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে তামীমের ড্রপকেও দাঁড়াতে হচ্ছে আসামির কাঠগড়ায়। তবে ৪১ রানের ইনিংসের পরও ওই ক্যাচ ড্রপ অনুশোচনার যন্ত্রণায় পোড়াচ্ছে সাকিবকে। সম্ভাবনা জাগানো ম্যাচে ২৭ রানে হেরে সেই বিলাপই করেছেন সাকিবÑ‘ বাতাসের তো অজুহাত দিয়ে লাভ নেই। তামিমের ক্যাচটা একটু কঠিন ছিল। কিন্তু আমার ক্যাচটি তো অনেক সহজ ক্যাচ ছিল।’
নিউজিল্যান্ডের কন্ডিশনে স্বাগতিক দলের শক্তি, সামর্থের সঙ্গে বাংলাদেশ দলের ব্যবধান তৈরি হয়েছে, তা মানছেন সাকিবÑ ‘সামর্থের দিক থেকে ওরা ওদের মাঠে অনেক বেশি শক্তিশালী। তা এই সফরে টেস্ট পাচ্ছি। ফিল্ডিং এমন একটি ব্যাপার যা পুরো দলের চেহারা ফুটিয়ে তুলতে পারে। ওদের আর আমাদের ফিল্ডিং দেখলেই বুঝতে পারবেন এই সিরিজে এখানটায় কতটা পার্থক্য ছিল।’
ওয়ানডে এবং টি-২০ সিরিজে হেয়াইট ওয়াশ হয়ে টেস্ট সিরিজে নিউজিল্যান্ডের সাথে লড়াইটা মোটেও সহজ হবে না, বাস্তবতার মুখ তা মনে করছেন সাকিবÑ‘ টেস্টে ওরা ওদের মতো উইকেট বানাবে। টেস্টে খেলা তাই আমাদের জন্য আরো কঠিন হবে।’
এদিকে টি-২০ ক্রিকেটে এই ইনিংসে সর্বাধিক ছক্কায় নিউজিল্যান্ডের সবাইকে গেছেন ছাড়িয়ে কোরে এন্ডারসন। ২০১৩ সালে সাউদাম্পটনে ইংল্যান্ডের বিপক্ষে অ্যারন ফিঞ্চের ১৫৬ রানের ইনিংসে ১৪ ছক্কা, ২০১২ সালে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে দ. আফ্রিকার লেভির ১১৭ রানের ইনিংসে ১৩টি ছক্কা, গত বছর মুম্বাাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে ১০০ রানের ইনিংসে গেইলের ১১টি ছক্কাকে সমীহ করে গতকাল কোরে এন্ডারসন বাংলাদেশের বিপক্ষে মেরেছেন ১০টি ছক্কা। টি-২০ তে ছক্কার রেকর্ডে নিউজিল্যান্ডের সবাইকে ছাড়িয়ে যাওয়ার খবর নাকি এই কিউই জানতেন নাÑ ‘আমি এ রেকর্ডের ব্যাপারটা জানতামই না। ভঙ্গিতে ব্যাট করলে বল বাইরে পাঠাতেই চাইবে যে কেউ। আমি এবং কেন উইলিয়ামস শুধু বড় স্কোরের কথা মাথায় রেখে এমন ব্যাটিং করেছি।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।