Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

প্রচারের অপেক্ষায় দীর্ঘ ধারাবাহিক ক্যাচাল

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০২১, ১২:০২ এএম

তরুন নাট্য-নির্মাতা এস এম রুবেল রানা পারিবারিক গল্প নিয়ে নির্মাণ করছেন ১০৪ পর্বের দীর্ঘ ধারাবাহিক নাটক ক্যাচাল। সম্প্রতি পুবাইল ও আড়াই হাজারে এর প্রথম লটের শুটিং শেষ হয়েছে। এর গল্প লিখেছেন জাহিদ বাবুল। আতৈচি ভিশন ইন্টারন্যাশনালের ব্যানারে নির্মিত ধারাবাহিকটিতে অভিনয় করেছেন রওনক হাসান, ঊর্মিলা শ্রাবন্তী কর, আশিক চৌধুরী, তাকের স্বপন, অলিউল হক রুমি, আইনুন হক পুতুল, চাষী আরিফ, সেলিম রেজা, জামাল রাজা, তানিয়া ঋতু, শর্মী ইসলাম প্রমুখ। এর গল্পে দেখা যায়, চার ভাই এক বোনের অবস্থাসম্পন্ন সংসার। ভাইবোনদের সন্তান আদরে মানুষ করছে বড়ভাই জহর। খুঁতখুঁতের স্বভাবের কারণে বার বার পিছিয়ে যায় বড় ভাইয়ের বিয়ে। এতে করে আটকে যায় বাকিদের বিয়ে। বাড়িতে প্রতিটি ভাই একেক রকম বৈশিষ্টের। কেউ ব্যায়াম করেই সময় পার করে, কেউ জ্ঞান বিতরণ করে বেড়ায়। কেউবা খেলাধুলায় মনোযোগী। একমাত্র বোন রুপসীর রান্নার কাজ করে। তাদের নানা গল্প নিয়ে ধারাবাহিকটির কাহিনী আবর্তিত হয়েছে। শিগগিরই ধারাবাহিকটি একটি বেসরকারি টেলিভিশনের পর্দায় দেখানো হবে বলে নির্মাতা এস এম রুবলে রানা জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধারাবাহিক ক্যাচাল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ