Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

ইনজুরিতে মাঠের বাইরে ৮ সপ্তাহ থাকবেন মাশরাফি

প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম | আপডেট : ১১:২৪ পিএম, ৮ জানুয়ারি, ২০১৭

বিশেষ সংবাদদাতা : ১৮তম ওভারের দ্বিতীয় বলে ফলো থ্রুতে এসে কোরে এন্ডারসনের শট থামাতে যেয়ে বৃদ্ধাঙ্গুলে চোট পেয়ে আর মাঠে থাকতে পারেননি মাশরাফি। প্রাথমিক  চিকিৎসা নিয়ে পর মাঠ ছাড়েন অধিনায়ক। স্থানীয় হাসপাতালে স্ক্যান রিপোর্টে ডান হাতের বৃদ্ধাঙ্গুলে চিড় ধরা পড়েছে মাশরাফির। ইনজুরি কাটিয়ে মাঠে ফিরতে অপেক্ষা করতে হবে মাশরাফিকে ৬ থেকে ৮ সপ্তাহÑবিসিবি মিডিয়া রিলিজে এ তথ্য জানিয়ে দিয়েছে। এই সময়টায় বাংলাদেশের কোনো ওয়ানডে বা টি-২০ না থাকায় খুব একটা দুশ্চিন্তায় পড়তে হচ্ছে না টিম ম্যানেজমেন্টকে। আঙ্গুলে ব্যান্ডেজ নিয়ে এসে নিজেও তাই ভাবনাহীন মাশরাফিÑ ‘এখানে এসে আমার শেষ ম্যাচে ইনজুরিটা হলো। আপাতত আমার কোন খেলা নেই। মার্চে শ্রীলঙ্কা সফরে টেস্ট ম্যাচ আগে, ওয়ানডে পরে। আশা করি, ততদিনে সুস্থ হয়ে যাব।’
অস্ত্রোপচারের দরকার নেই বলে তাওরাঙ্গা থেকে জেনেছেন মাশরাফি। তবে অকল্যান্ড হয়ে সিডনীতে সপ্তাহখানেক থাকার কথা মাশরাফির। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে চান মাশরাফি। বিডি নিউজকে জানিয়েছেন এই পরিকল্পনার কথাÑ ‘সিডনিতে আঙ্গুলের স্পেশালিস্ট আছেন একজন, বিশ্বের অন্যতম সেরা। তাকে একটু দেখিয়ে নিতে চাই। সেখানে সম্ভব না হলে অকল্যান্ডেই ভালো কাউকে দেখিয়ে নেব। এখানে ডাক্তার-ফিজিও বলছেন অস্ত্রোপচার লাগবে না। তবে আমি আরেকটু নিশ্চিত হয়ে নিতে চাই।’
এদিকে ম্যাচের ১২তম ওভারে মাশরাফির বলে এন্ডারসনের মারা ছক্কা বাঁচাতে যেয়ে বাউন্ডারি লাইনের পাশে থাকা এলইডি বোর্ডে ধাক্কা খেয়ে গতকাল আর ফিল্ডিং, ব্যাটিংয়ে নামতে পারেননি ইমরুল কায়েস। এলইডির উপর ওপর মোটা স্ক্রু থাকায় ডান পায়ের গোড়ালিতে চোট পেয়ে গতকাল ব্যাটিংয়ে নামতে না পারলেও তাকে নিয়ে কোন দুঃসংবাদ নেই। টেস্টে খেলতে পারবেন ইমরুল বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট।



 

Show all comments
  • md. mynul islam ৯ জানুয়ারি, ২০১৭, ১:১৪ পিএম says : 0
    মাসরাফি ভাইয়ের জন্য খুবই কস্ট হয়
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইনজুরি

১৩ জানুয়ারি, ২০২১
১৮ মে, ২০১৬

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ