Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবারো ইনজুরি তামীমের আঙুলে চিড়

প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ১১:৩২ পিএম, ২৮ আগস্ট, ২০১৬

বিশেষ সংবাদদাতা : বছরটি কি দারুণই না কাটছিল তামীমের। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে সবার আগে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে করেছেন সেঞ্চুরি। সর্বশেষ টি-২০ বিশ্বকাপে কোহলী, গেইলদের টপকে সর্বাধিক রান সংগ্রাহকও তামীম। চার বছর পর প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে শিরোপার স্বাদ পেয়েছে আবাহনী তার ক্যাপ্টেনসিতেই। দীর্ঘ ১০ মাস অপেক্ষার পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে যখন বাংলাদেশ, তখন এলো দুঃসংবাদ। গত শনিবার ক্যাচিং অনুশীলনের সময় আঙুলে যে চোট পেয়েছে, তার লক্ষনটা ভাল নয়। বাঁ হাতের অনামিকায় যে চোট পেয়েছেন, সেখানে এম আর রিপোর্টে ভাল খবর পাননি তামীম। অনামিকায় চিড় ধরা পড়েছে এম আর আই রিপোর্টে। বিশ্রামে থাকতে হবে তাকে অন্ততঃ দুই থেকে তিন সপ্তাহ। এমন খবরই দিয়েছেন বিসিবি’র প্রধান চিকিৎসক ডা. দেবাশিষ চৌধুরীÑ ‘ক্যাচিং প্র্যাকটিসের সময়ে তার আঙুলে ফ্রাকশ্চার হয়েছে। তবে ফ্রাকশ্চারটা ছড়িয়ে পড়েনি, এটা ভাল খবর। আশা করছি দুই থেকে তিন সপ্তাহের মধ্যে সেরে উঠবে তামীম।’
তামীম অবশ্য আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার ব্যাপারে আশাবাদিÑ‘সুস্থ হতে ৩ সপ্তাহ লাগবে বলা হলেও ১৮-২০ তারিখ পর্যন্ত বাইরে থাকতে হবে। আশা করছি, আফগানিস্তান সিরিজেই খেলতে পারব। তবে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে তামীমকে বাইরে রেখে ইংল্যান্ডের বিপক্ষে কঠিন সিরিজের জন্য প্রস্তুত করাকেই গুরুত্ব দিচ্ছেন বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলামÑ ‘ফিল্ডিংয়ের সময় আঘাত পেয়ে আঙুলে ফ্র্যাকচার হয়েছে। খুব ছোট না, খুব বড়ও নয়। হেয়ারলাইন ফ্র্যাকচারের চেয়ে একটু বড়। তিন সপ্তাহ মতো লাগবে সেরে উঠতে। তিন সপ্তাহ পর বোঝা যাবে অবস্থা। আপাতত স্কিল ট্রেনিং করতে পারবে না তামিম। তবে ফিটনেস ট্রেনিং চালিয়ে যেতে পারবে সতর্কভাবে। তবে ইংল্যান্ড সিরিজ নিয়ে শঙ্কা নেই, সেটা নিশ্চিত করে বলতে পারি।’
ইংল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজকে সামনে রেখে ঈদ উল আজহার পর পর আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে অবতীর্ণ হওয়ার কথা বাংলাদেশ দলের। কিন্তু আঙুলের এই চোটের কারণে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ২ থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকলে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ মিস করার কথা তামীমের। ইনজুরিতে এবারই প্রথম পড়েননি তামীম। এর আগেও পড়েছেন ইনজুরিতে। কাকতালীয় ব্যাপার কি জানেন? দু’বারই তামীম ইনজুরিতে পড়েছেন আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের অবতীর্ণ হওয়ার আগে! ২০১৪ সালে অনুষ্ঠিত এশিয়া কাপের দল থেকে ছিটকে পড়েছেন তামীম বাঁ হাঁটুর ইনজুরিতে, তামীমহীন সেই ম্যাচে আফগানিস্তানের কাছে হেরেছে বাংলাদেশ ওয়ানডে ম্যাচ। এবারো যখন দেশের মাটিতে পাচ্ছে বাংলাদেশ দল আফগানিস্তানকে, তখন অপরিহার্য বাঁ হাতি ওপেনার থাকবেন দলের বাইরে! বাংলাদেশ ক্রিকেটারদের মধ্যে তিন ভার্সনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক তামীম প্রথম বাংলাদেশী হিসেবে ওয়ানডেতে ৫ হাজারী ক্লাবের কাছাকাছি, অবশিস্ট মাত্র ২৮৭ রানÑবৃহস্পতি তুঙ্গে থাকা তামীমের এই মাইলস্টোনে বাড়ল অপেক্ষা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আবারো ইনজুরি তামীমের আঙুলে চিড়
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ