Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাঁধের ইনজুরিতে পড়েছেন মুস্তাফিজ

আবারো সেই পুরোনো চোট

প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : এ বছরে অর্জন তার অনেক। আইসিসি’র বর্ষসেরা ওয়ানডে দল টি-২০ বিশ্বকাপের সেরা একাদশে জায়গা হয়েছে তার। মাতিয়েছেন টি-২০ বিশ্বকাপ, মাতিয়েছেন আইপিএল। তবে বছরটিতে ইনজুরি একটু বেশিই ভোগাচ্ছে মুস্তাফিজুরকে। জানুয়ারীতে খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজের মাঝপথে ছিটকে ফেলেছে তাকে ইনজুরি। জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে ফলো থ্রুতে এসে অবশ হয়ে গেছে বাঁ হাত! সোলডারে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে তাকে। এই চোটের কারণে আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হতে হয়েছে মুস্তাফিজুরকে। পাকিস্তান সুপার লীগের (পিএসএল) লাহোর কালান্দার্সে ৫০ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়েও সেই আসরে তাকে খেলার অনুমতি দেয়নি বিসিবি ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায়। এই চোট থেকে সেরে উঠে এশিয়া কাপে খেলেছেন, করেছেন পারফর্ম। তবে এশিয়া কাপে বাংলাদেশকে ফাইনালে তোলার এই নায়ক ফাইনালসহ শেষ দু’টি ম্যাচ খেলতে পারেননি ইনজুরির কারনে। শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশ দলের জয়ের নায়ক এশিয়া কাপের মাঝপথে পড়েছেন ছিটকে ইনজুরির কারণেই। গত মার্চে টি-২০ বিশ্বকাপে প্রথম রাউন্ডের সবগুলো ম্যাচ কাটিয়েছেন দর্শকের কাতারে। অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে উপায়ান্তর না দেখে হাফ ফিট মুস্তাফিজুরকে সুপার টেনে নামিয়ে দেয়া ছাড়া উপায় ছিল না বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের। তাতেই মুস্তাফিজুর ছড়িয়েছেন দ্যুতি, নিউজিল্যান্ডের বিপক্ষে করেছেন স্মরণীয় বোলিং (৫/২২)।
আইপিএলে টানা ম্যাচ খেলায়ও ধরা পড়েনি ইনজুরি। কোয়ালিফাইয়ারে বিশ্রাম দিয়ে ফাইনালে চেনা মুস্তাফিজুরকে দেখতে চেয়েছিলেন সানরাইজার্স হায়দারাবাদ কোচ টম মুডি, অধিনায়ক ডেভিড ওয়ার্নার। দেখেছেন সেভাবেই তাকে। সানরাইজার্স হায়দারাবাদকে শিরোপা উপহার দিয়ে বীর বেশে ফিরেছেন ১ কোটি ৪০ লাখ রুপিতে বিক্রি হওয়া এই ক্রিকেটার। তবে সেখান থেকে ফিরে ধরা পড়ে তার অচেনা ইনজুরি। হ্যামেস্ট্রিং ইনজুরির কারণে সাসেক্সে অভিষেক প্রক্রিয়ায় হয়েছে বিলম্ব। প্রায় এক মাসের পূর্নবাসন প্রক্রিয়ায় ফিট হয়ে ফিরেছেন মাঠে, গত ২৪ জুন থেকে নিয়েছেন হাতে বল। সাসেক্সের পীড়াপিড়িতে বাধ্য হয়ে বিসিবি খেলার অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে মুস্তাফিজুরকে। লম্বা ফ্লাইটে ঢাকা থেকে লন্ডন হয়ে চেম্পসফোর্ডে অভিষেক হয়েছে ভ্রমন ক্লান্তি নিয়েই গত ২১ জুলাই চেম্পসফোর্ডে এসেক্সের বিপক্ষে উঠেছেন জ্বলে। তার বিধ্বংসী বোলিংয়ে ( ৪/২৩) জিতেছে এসেক্স। কাউন্টি অভিষেকেই ম্যান অব দ্য ম্যাচ। সাসেক্সে টুয়েন্টি-২০ ক্রিকেটে অভিষেকের পর গতকাল কাউন্টির ‘লিস্ট এ’ ম্যাচে অভিষেক হওয়ার কথা ছিল মুস্তাফিজুরের। কাটার মাস্টারকে দেখতে জড়ো হয়েছিল গ্লুস্টারশায়ারের মাঠ কলেজ রোডে প্রবাসী বাংলাদেশীরা। বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের চোখ ছিল ক্রিকইনফোর লাইভ স্কোরে। তবে হতাশ হতে হয়েছে বাংলাদেশ সমর্থকদের। খেলতে পারছেন না মুস্তাফিজুর, সেন্টার উইকেটে অনুশীলনের সময়ে পেয়েছেন চোট, এই খবর জানতে পেরে প্রবাসীদের অনেকে ছেড়েছেন স্টেডিয়াম। অনুশীলনের সময় বাঁ কাঁধের ইনজুরিতে পড়ায় একাদশ থেকে পড়েছেন ছিটকে। তাৎক্ষনিকভাবে নয়,একটু দেরিতে এই সংবাদটি দিয়েছে সাসেক্স অফিসিয়াল টুইটার পেজে। তবে ইনজুরিটা মারাত্মক নয়, সতর্ককতা মূলক ব্যবস্থা নিতে মুস্তাফিজুরকে বিশ্রামে রাখা হয়েছে বলে জানিয়েছে সাসেক্স টুইটার বার্তায়Ñ‘সোলডারে হালকা চোট পাওয়ায় প্রাক সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মুস্তাফিজুর এই ম্যাচে খেলতে পারছেন না।’
আগামী অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে বাংলাদেশ দলের প্রধান অস্ত্র মুস্তাফিজুরের ইনজুরির খবরটা দুঃসংবাদের মতোই তাড়া করেছে বিসিবিকে। খবরটি ই-মেইলের মাধ্যমে জেনেছেন বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। খবরটি পেয়ে সাসেক্সের চিকিৎসকের সঙ্গে কথা বলেছেন বিসিবি’র মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তখনো মুস্তাফিজুরের এমআরআই স্ক্যান করানো হয়নি। সে কারণেই স্ক্যান রিপোর্ট দেখা পর্যন্ত অপেক্ষা করতে চান তিনিÑ‘শুনেছি সাসেক্সের ফিজিও মুস্তাফিজকে দেখেছেন। আমাদের ফিজিওর সঙ্গে তার কথা হয়েছে। এই মুহূর্তে করণীয় কি, আমাদের ফিজিওসে ব্যাপারে তাদের ফিজিওকে পরামর্শ দিয়েছেন। আগামীকাল (আজ) মুস্তাফিজুরের স্ক্যান করানোর কথা। স্ক্যান রিপোর্ট দেখার পর বোঝা যাবে তার ইনজুরি কতটা গুরুতর।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাঁধের ইনজুরিতে পড়েছেন মুস্তাফিজ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ