বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ইনকিলাব ডেস্ক : সেনার সঙ্গে সংঘর্ষে শাহাদাতবরণকারী নেতা বুরহান ওয়ানিকে এক ‘প্রতিশ্রুতিমান সহজাত নেতা’ হিসেবে বর্ণনা করে কাশ্মীর ইস্যুতে দিল্লিকে আক্রমণ করলেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।
গতকাল পাকিস্তান সংসদে কাশ্মীর সংক্রান্ত দু’দিনের এক আলোচনাসভায় ২০১৬ সালের ৮ জুলাই নিহত হিজবুল মুজাহিদীন নেতা বুরহান ওয়ানির প্রশংসায় পঞ্চমুখ হলেন নওয়াজ শরিফ। সেই সঙ্গে কাশ্মীর যে বরাবরই পাকিস্তানের অংশ, সে কথাও তিনি জোর দিয়ে উল্লেখ করেন। একই সঙ্গে ‘নিজ অধিকারের জন্য কাশ্মীরবাসীর সংগ্রামকেও সালাম জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
গতকাল কাশ্মীর সমস্যা নিয়ে সরাসরি ভারতের দিকে তোপ দেগে শরিফ বলেন, ‘বিশ্বের উচিৎ ভারতকে জানানো যে, যথেষ্ট হয়েছে। শহীদ বুরহান ওয়ানির আত্মত্যাগ কাশ্মীর আন্দোলনকে নতুন ভাবে উজ্জীবিত করেছে’। ‘আক্রমণাত্মক ভারত’ প্রতিবাদরত কাশ্মীরবাসীর ওপর অত্যাচার করছে বলেও তিনি অভিযোগ করেন। সেই সঙ্গে তিনি জানান, পাকিস্তান কাশ্মীরের বাসিন্দাদের আন্দোলন সমর্থন করে এবং তার জন্য নৈতিক, রাজনৈতিক এবং কূটনৈতিক সাহায্য করতে প্রস্তুত। বিশ্বের বেশ কয়েকটি দেশে কাশ্মীরবাসীর দাবি সম্পর্কে জানাতে ইতিমধ্যে পাকিস্তান দূত পাঠিয়েছে বলেও তিনি জানিয়েছেন। এমনকি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তিনি নিজে গিয়ে সেই বার্তা পৌঁছে দিয়েছেন, সে কথাও জানান শরিফ। প্রসঙ্গত, জাতিসংঘে দেওয়া ভাষণেও বুরহান ওয়ানিকে এক তরুণ শহীদ নেতা হিসেবে উল্লেখ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। বলা বাহুল্য, তার প্রতিবাদে দিল্লি পাল্টা অভিযোগ করে যে, সন্ত্রাসবাদে শরিফ মদদ দিচ্ছেন।
গতকাল পাকিস্তান সংসদের বিশেষ আলোচনাসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রীর বিদেশবিষয়ক পরামর্শদাতা সরতাজ আজিজ জানান, আন্তর্জাতিক শান্তিপ্রতিষ্ঠা প্রক্রিয়ার বিরুদ্ধে কাশ্মীর ইস্যু এক কলঙ্ক বিশেষ। তার মতে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সামনে কাশ্মীর ও প্যালেস্টাইন সমস্যার কোনও সমাধান নেই। কাশ্মীর দখলে রাখতে ভারতের যাবতীয় প্রস্তুতি যে আন্দোলন থামাতে ব্যর্থ, সে দাবিও জানান আজিজ। তার মতে, কাশ্মীরের মানুষ নিজস্ব অধিকারের জন্য নিরন্তর সংগ্রাম করছেন। আজিজ জানিয়েছেন, কাশ্মীর সমস্যার একমাত্র সমাধান হতে পারে গণভোটে, যা জাতিসংঘের উদ্যোগে আয়োজন করা জরুরি। সূত্র : টাইমস অব ইন্ডিয়া
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।