নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
পেস ইউনিটের ধার আরও শানিত করতে শরীফুল ইসলামকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেন্ট লুসিয়া টেস্টের দলে নেওয়া হয়েছে। চোটের কারণে প্রথম টেস্ট হাতছাড়া করা এই বাঁহাতি পেসার গতকাল সন্ধ্যায় রওনা হয়েছেন ক্যারিবীয়ান দ্বীপপুঞ্জের উদ্দেশ্য। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে কাসুন রাজিথার বাউন্সারে ডান হাতের আংগুলের চোটে পড়েন শরিফুল।এক্স-রেতে চিড় ধরা পড়লে শ্রীলংকা সিরিজের দ্বিতীয় টেস্টতো বটেই জুন থেকে শুরু হওয়া গোটা ওয়েস্ট ইন্ডিজ ট্যুরই মিস করার আশংকা উঁকি দিচ্ছিল। পরে বিসিবে থেকে জানানো হয় ওয়েস্ট ইন্ডিজে টেস্ট ছাড়া বাকি দুই ফরম্যাটে খেলতে পারবেন বাংলাদেশের জার্সিতে ৪ টেস্ট খেলা এই পেসার। পুর্নঃবাসন প্রক্রিয়ার পরে অনুশীলন করার জন্য ছিলেন বাংলাদেশ টাগার্সের ক্যাম্পে। সেখানে গত দুই সপ্তাহে বোলিং অনুশীলনে নিজেকে সর্র্ম্পূ ফিট করে তুলেন এই আগ্রাসী ফাস্ট বোলার। দ্রুত ফিট হয়ে যাওয়ায় আগামী ২৪ তারিখ থেকে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় টেস্টের স্কোয়াডে যুক্ত করা হয়েছে শরিফুলের নাম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।