নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
পারিবারিক সমস্যার কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে পারেননি সাকিব আল হাসান। একই কারণে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে তাকে পাওয়া যাবে কিনা তা নিয়েও অনিশ্চয়তায় আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঈদের পর ৮ মে থেকে শুরু হবে শ্রীলঙ্কা সিরিজের ক্যাম্প। চট্টগ্রামে বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রথম টেস্ট শুরু হবে ১৫ মে। এখনো প্রায় মাসখানেক বাকি থাকলেও সাকিবকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা থাকছেই। ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস জানালেন, দু’একদিনের মধ্যে সাকিবের কাছ থেকেই সিদ্ধান্ত জানতে পারবেন তারা।
কয়েকদিন আগে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছেন সাকিবের শ্বাশুড়ি। অসুস্থ থাকা পরিবারের বাকিরা সেরে উঠেছেন। গত ১ এপ্রিল বড় মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্রে যান সাকিব। মেয়ের পড়াশোনার তদারকি করছেন। স্ত্রী উম্মে আহমেদ শিশির দেশে থেকে গিয়েছিলেন তার মায়ের পাশে। তার মা মারা যাওয়ার শোক এখন তাজা। জানা গেছে, এই অবস্থায় শোক কাটিয়ে শিশিরের যুক্তরাষ্ট্রে সাংসারিক স্বাভাবিক জীবনে যাওয়ার উপর নির্ভর করছে সাকিবের বাকি সিদ্ধান্ত। গতকাল মিরপুরে বিসিবি কার্যালয়ে টিম ম্যানেজমেন্টের সভা শেষে জালাল ইউনুস জানান, সাকিবের সঙ্গে আলাপ আলোচনা করছেন তারা। তবে শ্রীলঙ্কা সিরিজে সাকিব খেলবেন কিনা তা নিশ্চিত হওয়া যাবে আরও দু’একদিনের মধ্যে, ‘আমি দু’এক দিনের মধ্যে সাকিব থেকেই জানতে পারব। তারসঙ্গে আলাপ আলোচনা হচ্ছে যেহতু কিছুদিন আগে তার শ্বাশুড়ি মারা গেছেন, সে অনেক ব্যক্তিগত সমস্যায় ছিল। সেজন্য তাকে আমরা কিছু বলিনি। তার পারিবারিক সমস্যা সমাধান হলে তাকে আমরা পেতে পারি।’
মানসিকভাবে ফিট না থাকায় দক্ষিণ আফ্রিকা সফর থেকে শেষ মুহুর্তে নিজেকে সরিয়ে নিয়েছিলেন সাকিব। এই নিয়ে তুমুল আলোচনা-সমালোচনার পর নাটকীয়ভাবে নিজের সিদ্ধান্ত বদলে জোহেনেসবার্গে বিমান ধরেন তিনি। সেখানে গিয়ে প্রথম ওয়ানডেতে দলকে জিতিয়ে নায়কও বনেন সাকিব। ওয়ানডে সিরিজ জেতার পর মা-সন্তান-শ্বাশুড়িসহ পরিবারের পাঁচ সদস্য হাসপাতালে ভর্তি হওয়ায় টেস্ট সিরিজ আর খেলা হয়নি সাকিবের।
এদিকে, চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সফরে শেষ টেস্ট না খেলেই দেশে ফিরে এসেছিলেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। এই দুই পেসার এখনো চোট থেকে সেরে উঠেননি। বরং পুরোপুরি সেরে উঠতে তাসকিনকে পাঠানো হবে ইংল্যান্ডে, শরিফুলের লাগবে অস্ত্রোপচার। সেক্ষেত্রে শ্রীলঙ্কা সিরিজে তাদের খেলার সম্ভাবনা ক্ষীণ।
তাসকিন ভুগছেন কাঁধের চোট। দক্ষিণ আফ্রিকা সফরে ডারবানে প্রথম টেস্টে চোটের কারণে পুরোটা সময় মাঠে থাকতে পারেননি তিনি। এই দুজনের পুনর্বাসন প্রক্রিয়া ও শ্রীলঙ্কা সিরিজের পরিকল্পনা নিয়েও একই দিন সভায় বসে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। পরে জালাল ইউনূস জানান, তাসকিনকে ইংল্যান্ডে পাঠানোর চেষ্টা করছেন তারা। সেখানকার চিকিৎসকের এপয়েন্টমেন্ট পেলেই তাসকিনকে ইংল্যান্ডে পাঠানো হবে। সেখানকার চিকিৎসক সার্জারির কোন পরামর্শ না দিলে তাসকিনের সেরে উঠতে সময় লাগবে না। তবে, সেরে উঠলেও ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা চিন্তা করে শ্রীলঙ্কা সিরিজে তাসকিনকে বিশ্রামে রাখার ভাবনা আছে টিম ম্যানেজমেন্টের।
গোড়ালির সমস্যায় থাকা শরিফুল ইসলাম সেই চোট থেকে সেরে উঠেছেন। তিনি ভুগছেন অন্য একটি শারীরিক সমস্যায়। সেজন্য প্রয়োজন অস্ত্রোপচারের। কবে তার সেই অস্ত্রোপচার করানো হবে তার উপর নির্ভর করছে শরিফুলের মাঠে ফেরা। সেক্ষেত্রে বাঁহাতি তরুণ এই পেসারকেও লঙ্কা সিরিজে পাওয়া যাবে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।