Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চেলসি ছাড়তে চেয়েছিলেন কস্তা

| প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : ক্লাবের সাথে যে বনিবনা হচ্ছে না ব্যাপারটা এমন নয়। ব্যাপারটা একান্ত পারিবারিক। যে কারণে আসন্ন গ্রীষ্মের দলবদলে চেলসি ছাড়তে চেয়েছিলেন ডিয়াগো কস্তা।
২০১৪ সালে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ৩২ মিলিয়ন পাউন্ডে স্ট্যামফোর্ড ব্রিজে পা রাখেন কস্তা। লন্ডনে এসে প্রথম মৌসুমেই ২০ গোল করেছিলেন কস্তা। হোসে মরিনহোর অধীনে দলও জিতেছিল প্রিমিয়ার লিগ শিরোপা। কিন্তু এর পরে মরিনহোর সেই বরখাস্তের মৌসুমে করেছিলেন ১২ গোল। এরপর গেল মৌসুমে আবার মাদ্রিদে ফিরে যাওয়ার প্রায় কাছেই চলে গিয়েছিলেন ব্রাজিলে জন্ম দেয়া এই স্প্যানিশ স্ট্রাইকার। সেই দুঃসময় কাটিয়ে চলতি মৌসুমে আবার আলো ছড়াচ্ছেন বøদের হয়ে। ইতোমধ্যে করেছেন ১৪টি গোল। চেলসিও শিরোপা দৌড়ে টানা ১৩ জয়ে ৬ পয়েন্ট ব্যবধানে এগিয়ে। ২৮ বছর বয়সী বলেন, ‘আমি কি যেতে চেয়েছিলাম? হ্যাঁ, হ্যাঁ, আমি এই জায়গা ছাড়তে চেয়েছিলাম। তবে সেটা চেলসির কারণে নয়। ব্যাপারটা হলো আমি পারিবারিক কারণে পরিবর্তনটা চেয়েছিলাম। কিন্তু এটা হয়নি এবং আমি এখানে সুখেই আছি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চেলসি

৮ সেপ্টেম্বর, ২০২২
১৪ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ