Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

‘ধন্য’ মনে করছেন রোনালদো

| প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : বয়স হয়ে গেছে ৩১। যে কোন ফুটবলারের জন্য বয়সটা খুব বেশি না হলেও নেহাত কম নয়। কিন্তু খেলোয়াড়ের নাম যদি হয় ক্রিশ্চিয়ানো রোনালদো তাহলে একটু বয়সটা একটা সংখ্যা ছাড়া কিছুই নয়। যে কারণে এই বয়সেও তাকে পাওয়ার জন্য টাকার বস্তা নিয়ে বসে আছে বিশ্বের নামী-দামী সব ক্লাবগুলো। আর এ কথা ভাবলে নিজেকে ‘ধন্য’ মনে করেন পর্তুগিজ এই তারকা।
রোনালদোর এজেন্ট জর্জ মেন্ডেস কয়েক দিন আগেই জানানÑ রিয়াল মাদ্রিদ তারকাকে পাওয়ার জন্য ৩০০ মিলিয়ন ইউরোও (!) দিতে রাজি চাইনিজ লিগের একটি দল। এসময় তার বাৎসরিক বেতন হবে ১০০ মিলিয়ন ইউরো। তবে রিয়াল মাদ্রিদ কতৃপক্ষ সানন্দে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। রোনালদোরও কোন ইচ্ছা নেই অখ্যাত লিগে নিজের নাম লেখানোর, সে টাকার অঙ্ক যাই হোক না কেন। মিশরিয় একটি টিভি চ্যানেলকে সাক্ষাতকারে এমনটিই বলেছেন রোনালদো। তিনি বলেন, ‘আমার লক্ষ্য হল আমার লেবেলটা বজায় রাখা। ফুটবল খেলার জন্য আমার আরো কয়েকবছর সময় আছে। নাইকি ও রিয়াল মাদ্রিদের সাথে আমি অসাধারণ চুক্তিও করেছি।’ পর্তুগাল অধিনায়ক বলেন, ‘আমি খুশি ও ধন্য এমন বিশাল চুক্তির প্রস্তাব পেয়ে। এটা অবিশ্বাস্য। কঠোর পরিশ্রম ও আমার লেবেল বজায় রাখতে এটা আমাকে আরো প্রেরণা যোগাবে।’
এসময় নিজের ছয় বছর বয়সী ছেলেকে নিয়েও ইচ্ছার কথা জানান সদ্য চতুর্থ ব্যালন ডি অর জয়ী এই তারকা। ভবিষ্যতে পিতার পদাঙ্ক অনুসরণ করে ফুটবলার হওয়ার লক্ষ্যও নাকি ইতোমধ্যে ঠিক করে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র। রোনালদোও বিশ্বাস করেন খেলোয়াড় হিসেবে তার ছেলেও তার মত চরিত্রেরই হবে, ‘অবশ্যই আমি চাই আমার ছেলে তার পিতার মত ফুটবলার হোক।’ তবে কাজটা যে সহজ না সেটা জানেন তিনি নিজেও, ‘আমি জানি এটা বিশাল চ্যালেঞ্জ, এটা সহজ নয়। তবে সে যা চাইবে তাই হবে, এ বিষয়ে আমি কোন চাপ দেব না। আমি তাকে ফুটবলার হওয়ার জন্য অনুপ্রেরণা দিতে পারি। তবে গোলকিপার হিসেবে নয়, আমি তাকে স্ট্রাইকার হিসেবে পেতে চাই। তবে তার যা ইচ্ছা তাই হবে, এ নিয়ে আমি চিন্তিত নই।’
রোনলদোর এই বিশাল প্রস্তাবকে অনেকে মেন্ডেসের সাজানো গুজব বলেও মনে করেন অনেকে। তাদের মধ্যে চেলসি কোচ অ্যান্তোনিও কোন্তেও একজন। গতকাল সংবাদ সম্মেলনে নিতি বলেন, ‘আমি মনে করি এটা অসাধারণ একটা গল্প। আমরা বিশাল, বিশাল, বিশাল অঙ্কের অর্থ নিয়ে কথা বলছি। আমি এটা বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না এই কারণে যে আমরা অর্থের যে অঙ্ক নিয়ে কথা বলছি তা ঠিক নয়।’
এই মুহূর্তে মধ্য-মৌসুম বিরতিতে আছেন ‘সিআর-সেভেন’। আগামী বুধবার সান্তিয়াগো বার্নাব্যুতে কোপা দেল রের শেষ ষোলর ম্যাচে সেভিয়ার বিপক্ষে মাঠে নামবে রোনালদোর রিয়াল। তবে দলের সেরা তারকাকে বিশ্রাম দিতে এদিন তাকে নাও খেলাতে পারেন জিদেদিন জিদান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোনালদো

১১ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ