Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

রাজধানীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক মাদক সম্রাজ্ঞী জরিমানা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:৫৬ পিএম

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে পলাতক আসামি মোছা. জরিনা বেগমকে (৩৯) গ্রেপ্তার করেছে র‍্যাব। রাজধানীর মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের একজন শীর্ষ মাদক সম্রাজ্ঞী।


মঙ্গলবার ভোররাতে তাকে রাজধানীর খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩।


একইদিন দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ।


র‍্যাব-৩ এর অধিনায়ক বলেন, গ্রেপ্তার আসামি রাজধানীর মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের একজন শীর্ষ মাদক সম্রাজ্ঞী। তার বিরুদ্ধে রাজধানীর সবুজবাগ থানায় ২০১১, ২০১৪ ও ২০১৫ সালে ৩ টি, ক্ষিলখেত থানায় ২০১৩ সালে ১ টি, মুগদা থানায় ২০১৩ সালে ১ টি, রামপুরা থানায় ২০১৫ ও ২০২০ সালে ২ টি, বাড্ডা থানায় ২০১৫ সালে ১ টি, রমনা থানায় ২০১৬ ও ২০১৭ সালে ২ টি এবং খিলগাঁও থানায় ২০২০ সালে ১ টি মাদক মামলাসহ মোট ১১ টি মাদক মামলা রয়েছে।


লে. কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ আরও বলেন,
এসব মামলার মধ্যে সবুজবাগ থানায় দায়ের করা ২০১১ সালের মাদক মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাকে যাবজ্জীবন কারাদন্ড দেন।

গ্রেপ্তার আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেপ্তার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ