Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজবাড়ীতে ১৮ মামলার আসামী রনি গ্রেপ্তার

রাজবাড়ী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:০২ পিএম

রাজবাড়ীর গোয়ালন্দে ১৮ টি মামলার ও দুটি পরোয়ানাভুক্ত আসামী আরমান হোসেন রনি (২৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের হোসেন মন্ডল পাড়ার সুলতান ড্রাইভারের ছেলে।
বুধবার (২২ ফেব্রুয়ারী) রাতে ফরিদপুরের কোতয়ালী থানা এলাকা হতে তাকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ গ্রেপ্তার করে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, আরমান হোসেন রনি একজন পেশাদার সন্ত্রাসী। তার বিরুদ্ধে ৮টি ডাকাতি প্রস্তুতি, ১টি মাদক, ২টি নারী ও শিশু এবং ৩টি অন্যান্য মামলাসহ ১৮টি মামলা রয়েছে। এরমধ্যে ২টি মামলার পরোয়ানাভুক্ত আসামী।
তিনি আরও বলেন, সে দীর্ঘদিন পলাতক থাকায় গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুরের কোতোয়ালী থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাকে বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেপ্তার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ