বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফতুল্লায় গ্যাসের চুলার আগুনে দগ্ধ হয়ে মৌ আক্তার(১১) নামক এক বাক প্রতিবন্ধী কিশোরী মারা গেছে বলে জানা গেছে।
মঙ্গলবার(২১ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১ টার দিকে ফতুল্লার শিবু মার্কেট ব্যাংকের মোড়স্থ জুয়েলের ভাড়াটিয়া বাড়ীর গ্যাসের চুলার আগুনে শিশুটি দগ্ধ হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে নিয়ে যায়।
সেখানেই চিকিৎসাধীনবস্থায় মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে শিশুটি মৃত্যুবরন করেন।
নিহত মৌ আক্তার শিবু মার্কেট ব্যাংকের মোড়স্থ জুয়েলের বাড়ীর ভাড়াটিয়া মোঃ রশীদ মন্ডলের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম জানায়, মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে মা-বাবার অনুপস্থিতিতে নিহত বাক প্রতিবন্ধী কিশোরী রান্না ঘরে গিয়ে গ্যাসের চুলা ধরাতে যায়। এ সময় গ্যাসের চুলায় অগ্নিদগ্ধ হয় কিশোরী। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ শেখ হাসিনা বার্ন ইউনিটে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীনবস্থায় কিশোরী মারা যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।