Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ার নন্দীগ্রামে কুন্দারহাট হাইওয়ে থানার ওসির মৃত্যু

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:৩৭ পিএম

বগুড়ার নন্দীগ্রামে কুন্দারহাট হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) শহিদুল ইসলাম জ্বরে আক্রান্ত হয়ে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি সিরাজগঞ্জ সদর থানার চরবনবাড়ীয়া গ্রামের মৃত ইমান আলীর পুত্র। মৃত্যুকালে স্ত্রী, দুই পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার বাদজোহর কুন্দারহাট হাইওয়ে থানা চত্বরে মরহুমের প্রথম জানাজা নামাজ শেষে পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর ও হাইওয়ে পুলিশের অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়িতে পাঠানো হয়। জানাজায় উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের পুলিশ সুপার (এসপি) মো. হাবিবুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল ইসলাম, নন্দীগ্রাম থানার ওসি মো. আনোয়ার হোসেন, কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মুস্তাফিজুর রহমান, শেরপুর হাইওয়ে থানার ইনচার্জ জয়নাল আবেদীন সরকার, ঝলমলিয়া হাইওয়ে থানার ইনচার্জ এএনএম মাসুদ, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. বকুল হোসেন, সিনিয়র সাংবাদিক নাজির হোসেন, আব্দুল বারিক, নজরুল ইসলাম দয়া, সংবাদকর্মী আব্দুল আহাদ প্রমুখ।
হাইওয়ে পুলিশ সুপার জানিয়েছেন, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শহিদুল ইসলাম ১৯৮৬ সালের ২৩ নভেম্বর কনস্টেবল পদে বাংলাদেশ পুলিশ বাহীনিতে যোগদান করেন। ২০২২ সালের ২০ মে কুন্দারহাট হাইওয়ে থানার ইনচার্জ হিসেবে যোগদান করেন। তিনি চলতি বছরের ৩১ ডিসেম্বর স্বাভাবিক অবসর গ্রহণ করতেন। এরআগেই মৃত্যুবরণ করলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ