Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফটোনিক্সে আঞ্চলিক দেশগুলির শীর্ষে ইরান

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৫১ পিএম

ইরান ফটোনিক্স এবং সংশ্লিষ্ট বিজ্ঞানের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।

স্কিমাগো জার্নাল এবং কান্ট্রি র‌্যাঙ্ক অনুযায়ী, ১৯৬৬ থেকে ২০২১ সাল পর্যন্ত অপটিক্স, ফটোনিক্স এবং লেজারে বৈজ্ঞানিক উৎপাদনের ক্ষেত্রে ইরানের র‌্যাঙ্কিং ৪৬ থেকে ১০-এ উন্নীত হয়েছে।

সেই সময়ের মধ্যে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরান প্রথম স্থান অধিকার করে বলে জানায় সূত্রটি।

উল্লিখিত সময়ের মধ্যে, উন্নত উপকরণে দেশের বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান ৫৪ থেকে ১১-এ উন্নীত হয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ইরান ১৯৬৬ থেকে ২০২১ সাল পর্যন্ত মধ্যপ্রাচ্যের দেশগুলির মধ্যে প্রথম স্থান অর্জন করে।

ফোটোনিক্স যা আলোক তরঙ্গের ভৌত বিজ্ঞান, আলোর প্রজন্ম, সনাক্তকরণ এবং ম্যানিপুলেশনের পিছনে বিজ্ঞানের সাথে কাজ করে।

সূত্র: মেহর নিউজ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ