Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

প্রায় ১০০টি দূতাবাসে গোপনে নিরীক্ষণ সরঞ্জামাদি স্থাপন করেছে যুক্তরাষ্ট্র: চীনা মুখপাত্র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:৫৫ এএম

বিশ্বের বৃহত্তম গোয়েন্দা নেটওয়ার্কের মালিক যুক্তরাষ্ট্র। দেশটি গোপনে তার প্রায় ১০০টি দূতাবাস ও কনস্যুলেটে নিরীক্ষণ সরঞ্জামাদি স্থাপন করেছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন সোমবার বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

মুখপাত্র বলেন, সংবাদমাধ্যম ‘আনজার’-এর এক প্রতিবেদন অনুসারে, যুক্তরাষ্ট্রের সিআইএ মাত্র ৩০ দিনে বিশ্বের বিভিন্ন দেশের ৯৭ বিলিয়ন ইন্টারনেট ডেটা ও ১২৪ বিলিয়ন ফোন-রেকর্ড চুরি করেছে। বিশ্বের সবচেয়ে বড় গুপ্তচর কে, তা আন্তর্জাতিক সম্প্রদায়ের আর জানতে বাকি নেই।

ওয়াং ওয়েন পিন আরও বলেন, মার্কিন ‘বেলুন’ যখন অন্য দেশের আকাশসীমায় অবৈধভাবে প্রবেশ করে, তখন সেটা আর অস্বাভাবিক থাকে না। এটা আশ্চর্যের বিষয়। শুধুমাত্র গত বছর যুক্তরাষ্ট্রের বেশকিছু বেলুন, বিনা অনুমতিতে, বেশ কয়েকবার চীনের আকাশসীমায় প্রবেশ করে। সূত্র: সিনহুয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন-যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ