Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আফ্রিকায় ইরানের রপ্তানি ১৯ শতাংশ বেড়েছে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:০৭ পিএম

চলতি ইরানি ক্যালেন্ডার বছরের প্রথম ১০ মাসে (২১ মার্চ ২০২২ থেকে ২০ জানুয়ারি ২০২৩) আফ্রিকাতে ইরানের তেল বহির্ভূত পণ্য রপ্তানি বেড়েছে ১৯ শতাংশ। বছরের একই সময়ের তুলনায় মূল্যের দিক দিয়ে এই রপ্তানি বেড়েছে। ইরান অ্যান্ড আফ্রিকা মার্চেন্টস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট রুহুল্লাহ লাতিফি এই তথ্য জানান।

লাতিফি উল্লেখ করেন, ইরানী ব্যবসায়ীরা উল্লিখিত ১০ মাস সময়কালে আফ্রিকান দেশগুলিতে ১১০ কোটি ৮৩ লাখ ৫৭ হাজার মার্কিন ডলার মূল্যের ২২ লাখ ৪৭ হাজার ৬১৯ টন পণ্য রপ্তানি করেছে। খবর আইআরআইবি’র।

ইরানি এই কর্মকর্তার তথ্যমতে, ইরান আফ্রিকার ৪৫টি দেশে পণ্য রপ্তানি করেছে এবং রপ্তানিও ওজনের দিক থেকে নয় শতাংশ বেড়েছে।

লাতিফি আরও জানান, দশ মাসে ইরান-আফ্রিকা মোট বাণিজ্য হয়েছে ২ দশমিক ৩৩০ মিলিয়ন টন পণের। যার মূল্য ১ দশমিক ১৮৮ বিলিয়ন মার্কিন ডলার। এরমধ্যে ইরানের আমদানির অংশ ছিল ৭৯ দশমিক ৬৮৫ মিলিয়ন ডলারের ৮৪ হাজার ২৮০ টন।

লাতিফি বলেন, ইরান ও আফ্রিকার মধ্যে বাণিজ্য ওজনের দিক থেকে ১১ শতাংশ এবং মূল্যের দিক থেকে ২২ শতাংশ বেড়েছে।

সূত্র: তেহরান টাইমস



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ