Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বান্দরবানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও প্রতিবন্ধী মেয়ের মৃত্যু

বান্দরবান থেকে স্টাফ রিপোটার | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:২০ পিএম

বান্দরবান শহরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও পাঁচ বছরের প্রতিবন্ধী মেয়ে নিহত হয়েছে।

রবিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধা সাড়ে ৬টায় শহরের বড়ুয়ার টেক এলাকার ফেন্সি ঘোনা সড়কের মাথায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন আমেনা বেগম (৩৬) ও তার ৫ বছরের প্রতিবন্ধী মেয়ে আয়েশা বেগম। নিহত আমেনা বেগম ঐ এলাকার দিনমজুর জায়েদ মিয়ার স্ত্রী। তিনি বাসা বাড়িতে গৃহ পরিচারিকার কাজ করতেন।

বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম। ইনকিলাব কে তিনি বলেন, বিকেলে বাসা বাড়িতে কাজ সেরে প্রতিবন্ধী মেয়েকে নিয়ে আমেনা বেগম ফেন্সি ঘোনার মসজিদ এলাকায় নিজ বাসায় যাওয়ার পথে রোয়াংছড়ির দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর ট্রাক চালক মো. জাহাঙ্গীর আলম পলাতক রয়েছে। তবে তাকে আটকের জন্য চেষ্টা চলছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ