মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইরানে ইসলামি বিপ্লবের বিজয় বার্ষিকী উপলক্ষে ৬০ হাজারের অধিক ইভেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একজন সংগঠক একথা জানিয়েছেন।
ফজর উদযাপন সদর দফতরের প্রধান নেজাম আল-দ্বীন মুসাভি বলেছেন, ১ থেকে ১১ ফেব্রুয়ারির মধ্যে স্কুল, বিশ্ববিদ্যালয়, মসজিদ, কারখানা, অফিস এবং অন্যান্য স্থানে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই উদযাপনকে ইরানে ফজর দশ দিন (দশক) বলা হয়।
তিনি বলেন, ফজর অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ কর্মসূচির মধ্যে রয়েছে ইসলামি বিপ্লবের প্রয়াত প্রতিষ্ঠাতা ইমাম খোমেনী (রহ.)-এর মাজারে সংসদ স্পিকারের ভাষণ, ১ লাখ ১০ হাজার স্কুলে প্রতীকী ঘণ্টা বাজানো এবং ১৯ হাজার কবরস্থানে শহীদদের স্মরণ অনুষ্ঠান।
এছাড়াও, দিবসটি উপলক্ষে ৮০ হাজার মসজিদ এবং ৫০ হাজার বসিজ ঘাঁটিতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করার কথা রয়েছে।
সূত্র: মেহর নিউজ
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।