মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইসলামী প্রজাতন্ত্র ইরানের শুল্ক প্রশাসনের (আইআরআইসিএ) প্রধান মোহাম্মদ রেজভানি-ফার বুধবার বলেছেন, ইরানের ৪৫ দশমিক ৩ বিলিয়ন ডলার মূল্যের ১০৩ মিলিয়ন টন পণ্যের তেল বহির্ভূত রপ্তানি হয়েছে।
তিনি জানান, ইরানের তেল বহির্ভূত রপ্তানি (অশোধিত তেল রপ্তানি ব্যতীত) চলতি ইরানি বছরের প্রথম দশ মাসে (২১ মার্চ ২০ থেকে যা শুরু হয়) মূল্য ও ওজনের দিক দিয়ে যথাক্রমে ২ দশমিক ৯ শতাংশ এবং ১৭ দশমিক ৬ শতাংশ বেড়েছে। রপ্তানির মধ্যে প্রধানত প্রাকৃতিক গ্যাস ছিল ৬ দশমিক ৮ মিলিয়ন ডলারের।
তিনি আরও উল্লেখ করেন, ইরানের রপ্তানি পণ্যের প্রধান গন্তব্য ছিল চীন, ইরাক, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত এবং ভারত।
সূত্র: মেহর নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।