Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক চিত্রকলা প্রতিযোগিতায় ৫ ইরানি শিশুর পুরস্কার জয়

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২৩, ৬:২৮ পিএম

জাপানে শিশুদের ১৩তম কাও আন্তর্জাতিক পরিবেশ চিত্রকলা প্রতিযোগিতায় পাঁচ ইরানী শিক্ষার্থী পুরস্কার জিতেছে।

এবারের কাও ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট পেইন্টিং প্রতিযোগিতায় ১৩ হাজার ২১৪টি শিল্পকর্ম পাঠানো হয়। এবছর ইরানি সেন্টার ফর দ্য ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট অব চাইল্ড অ্যান্ড অ্যাডোলসেন্ট (সিআইডিসিএ) এর ৫ জন সদস্য পুরস্কার পেয়েছে।

তেহরানের সিআইডিসিএ নং ৪১-এর ৯ বছর বয়সী আহুরা বখতিয়ারি কাও পুরস্কার পেয়েছেন। ফারস প্রদেশের লারেস্তান থেকে ৬ বছর বয়সী তারানোম শেখ শরিফী এবং পূর্ব আজারবাইজান প্রদেশের আজারশাহর থেকে ১০ বছর বয়সী জেইনব বাঘেরি ইকো-ফ্রেন্ডলি অ্যাওয়ার্ড ও বিশেষ জুরি পুরস্কার জিতেছে।

এছাড়াও, তেহরান সিআইডিসিএ নং ২১-এর ১১ বছর বয়সী বাহার রেজাইয়ান এবং বুশেহর প্রদেশের কাঙ্গান থেকে ৮ বছর বয়সী জাহরা মোজাফারি পরিবেশবান্ধব পুরস্কার জিতেছে।

সূত্র: মেহর নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ