Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়া ও চীনের সঙ্গে যৌথ সামুদ্রিক মহড়া করবে দক্ষিণ আফ্রিকা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২৩, ৮:১৭ পিএম

আগামী মাসে কোয়াজুলু-নাটালের রিচার্ডস উপসাগর ও ডারবানে অনুষ্ঠেয় বহুপাক্ষিক সামুদ্রিক মহড়ায় চীন ও রাশিয়ার নৌবাহিনীর সঙ্গে অনুশীলনের আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা। দেশটির প্রতিরক্ষা ও সামরিক যুদ্ধপ্রবীণ মন্ত্রণালয় রোববার এ তথ্য জানিয়েছে।

‘মোসি টু’ নামের ওই বহুপাক্ষিক সামুদ্রিক মহড়া ১৭ থেকে ২৭ ফেব্রুয়ারী পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং দক্ষিণ আফ্রিকার ৩৬৫ জনেরও বেশি সৈন্য চীনা ও রাশিয়ান সৈন্যদের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন বলে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে।

প্রতিরক্ষা ও সামরিক যুদ্ধপ্রবীণ মন্ত্রী থান্ডি মোদিসে বিবৃতিতে বলেন, ‘মহড়াটি নৌ-ব্যবস্থার আন্তঃকার্যক্ষমতা, যৌথ দুর্যোগ ব্যবস্থাপনা বৃদ্ধি, সামুদ্রিক সহযোগিতা এবং জলদস্যুতাবিরোধী মহড়ার মাধ্যমে সংশ্লিষ্ট সকল দেশের জন্য উপকার বয়ে আনবে।’

দক্ষিণ আফ্রিকা ২০১৯ সালের নভেম্বরে কেপটাউনে চীন ও রাশিয়ার নৌবাহিনীর সঙ্গে প্রথম মহড়ার আয়োজন করে। সূত্র: সিআরআই।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দক্ষিণ আফ্রিকা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ