মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাশিয়ার একটি সুপারইয়ট বাজেয়াপ্ত করতে অস্বীকৃতি জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। দেশটির কর্তৃপক্ষ বলছে, তারা পশ্চিমা নিষেধাজ্ঞার আওতায় থাকা একজন রুশ ধনকুবেরের সুপারইয়ট কেপ টাউনে নোঙর করার অনুমতি দেবে। প্রতিবেদনে বলা হয়, ৫২১ মিলিয়ন ডলার দামের ওই সুপারইয়টের মালিক আলেক্সি মোর্দাশভ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একজন মিত্র হিসেবে পরিচিত। এই সপ্তাহের গোড়ার দিকে তার সুপারইয়টটি হংকং থেকে ছেড়ে যায়। দক্ষিণ আফ্রিকার বিরোধী নেতারা দ্য নর্ড নামের ৪৬৫ ফুট দীর্ঘ ইয়টটি বাজেয়াপ্ত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তবে প্রেসিডেন্ট সিরিল রামাফোসার মুখপাত্র ভিনসেন্ট ম্যাগওয়েনিয়া বলেছেন, তিনি পশ্চিমা নিষেধাজ্ঞা মেনে চলার ‘কোনও কারণ’ দেখছেন না। বিষয়টি নিয়ে মঙ্গলবার প্রিটোরিয়ায় সাংবাদিকদের সাথে কথা বলেন ভিনসেন্ট ম্যাগওয়েনিয়া। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞা মেনে চলার কোনও আইনি বাধ্যবাধকতা দক্ষিণ আফ্রিকার নেই।’ সিরিল রামাফোসার মুখপাত্র ভিনসেন্ট ম্যাগওয়েনিয়া বলেন, নিষেধাজ্ঞার ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার বাধ্যবাধকতা কেবলমাত্র জাতিসংঘ কর্তৃক বিশেষভাবে গৃহীত হওয়ার সাথে সম্পর্কিত। আর যে রুশ ধনকুবেরের সুপারইয়টের কথা বলা হচ্ছে তার বিরুদ্ধে জাতিসংঘের কোনও নিষেধাজ্ঞা নেই। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।