Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

সরিষাবাড়ীতে ট্রাক চাপায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

সরিষাবাড়ী(জামালপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০২৩, ৬:৪৮ পিএম

জামালপুরের সরিষাবাড়ীতে সার বোঝাই ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিপন মিয়া (১৮) নামের কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের আব্দুলাহ্ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিপন ওই ইউনিয়নের মালিপাড়া গ্রামের হবিবুর রহমানের ছেলে। তিনি ব্রাহ্মমজানির আলহাজ ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শিপন মোটরসাইকেল যোগে তারাকান্দি যাচ্ছিলেন। পথিমধ্যে আব্দুল্লাহ্ মোড়ে তারাকান্দি থেকে আসা মেসার্স সরকার ট্রান্সপোর্টের সারবোঝাই ট্রাকের (টাঙ্গাইল-ট-০২-০৮১২) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

সরিষাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) ফয়সাল আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকেই ট্রাকচালক পলাতক রয়েছে। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ