Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূলে বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করতে হবে ধর্ম সচিব

| প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সিলেট অফিস : ধর্ম সচিব আব্দুল জলিল বলেছেন, ‘বাংলাদেশ এখন পৃথিবীতে উন্নয়নের রোল মডেল। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বর্তমানে খাদ্য রফতানি করছি। বিশ্ব এগিয়ে যাচ্ছে, বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে ধর্মীয় শিক্ষার পাশাপাশি তথ্যপ্রযুক্তি ও জাগতিক শিক্ষার প্রতি জোর দিতে হবে। সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূলে বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করতে ইমামদের বিশ্বমানের হতে হবে। দেশের উন্নয়নে অংশীদার হতে হবে।’
গতকাল শনিবার ২০১৬-১৭ অর্থবছরের ৩য় ব্যাচ নিয়মিত ইমাম প্রশিক্ষণার্থীদের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
ইসলামিক ফাউন্ডেশন সিলেট কার্যালয়ের পরিচালক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইমাম প্রশিক্ষণ অ্যাকাডেমির সহকারী পরিচালক আনোয়ারুল কাদির। বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক আবু সিদ্দিকুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক শাহ মুহাম্মদ নজরুল ইসলাম, প্রশিক্ষণার্থী ইমামদের পক্ষে বক্তব্য দেন মাওলানা বদরুজ্জামান। কৃষিবিদ মোশাররফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন মাওলানা সাইফুল্লাহ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সন্ত্রাস


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ