Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

পাকিস্তানের বেলুচিস্তানে সেনা চেকপোস্টে সন্ত্রাসী হামলা, নিহত ২

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০২২, ৪:৪৬ পিএম

পাকিস্তানের বেলুচিস্তানের হারনাইতে সন্ত্রাসীদের সঙ্গে দেশটির সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এটে অন্তত দুই সেনা নিহত হয়েছে। রবিবার (১৪ আগস্ট) দেশটির সামরিক বাহিনীর মিডিয়া উইং এই তথ্য জানিয়েছে। খবর ডনের।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, শনিবার ভোরের দিকে হারনাইয়ের খোস্ত এলাকায় নিরাপত্তা বাহিনীর একটি চৌকিতে হামলা চালায় সন্ত্রাসীরা। সেনারা সফলভাবে সন্ত্রাসীদের হামলা প্রতিহত করেছে।
আইএসপিআরের পক্ষ থেকে আরও বলা হয়েছে, সেনা চৌকিতে হামলার পর সশস্ত্র বাহিনী পালানোর চেষ্টা চালায়। পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের কাছের পাহাড়ে তাড়া করা হয় এরপর তাদের সঙ্গে গুলি বিনিময় হয়। এতে দুই পাক সেনা নিহত হন।
বন্দুকযুদ্ধে পাকিস্তানের একজন মেজরও আহত হন বলে প্রতিবেদনে বলা হয়েছে। এছাড়া সন্ত্রাসীরাও হতাহত হয়েছে। সূত্র : ডন



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সন্ত্রাসী হামলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ