Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সন্ত্রাস-সমর্থকদের ন্যাটোর সদস্য হতে সহায়তা দেয়া হবেনা: এরদোগান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ মে, ২০২২, ১০:৪৮ এএম

তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, ফিনল্যান্ড এবং সুইডেনের ন্যাটোতে যোগদানের বিষয়ে আলোচনা "প্রত্যাশিত পর্যায়ে" ছিল না এবং জঙ্গীবাদকে মদদ দেয়া দেশগুলোকে তুরস্ক সমর্থন দিতে পারে না।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন টিআরটি হাবের রোববার (২৯ মে) এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

এর আগে, সুইডেন এবং ফিনল্যান্ড পশ্চিমা প্রতিরক্ষা জোটে যোগদানের বিষয়ে আপত্তি জানিয়েছিল তুরস্ক। এরদোগানের সর্বশেষ এ মন্তব্য সেই বিরোধিতাকে অব্যাহত রাখার ইঙ্গিত দিলো।

এরদোগান আরও বলেন, যেসব দেশ জঙ্গীদের মদদ ও আশ্রয় দেয় তাদের ন্যাটোতে যুক্ত করে আমরা আগে যে ভুল করেছিলাম সেটি আবার করতে পারব না। এটি একটি নিরাপত্তা সংগঠন।

তিনি বলেন, তুরস্ক যত তাড়াতাড়ি সম্ভব রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধের অবসান দেখতে চায়, কিন্তু পরিস্থিতি দিন দিন আরও নেতিবাচক হয়ে উঠছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ