Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরানের ভূখণ্ড পর্যবেক্ষণ করছে ‘বাভার-৩৭৩’

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২৩, ১১:০৪ পিএম

ইরানের সেনাবাহিনীর এয়ার ডিফেন্স ফোর্সের কমান্ডার বলেছেন, ‘বাভার-৩৭৩’ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইরানের ভূখণ্ড পর্যবেক্ষণ করছে।

ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা সাবাহিফারদ বলেন, বিশ্বের মাত্র কয়েকটি দেশ বাভার-৩৭৩ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থার অনুরূপ ভারসন ব্যবহার করে।

এয়ার ডিফেন্স ফোর্সের কমান্ডার প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটির পরীক্ষার ফলাফলের প্রশংসা করেছেন। তিনি বলেন, বাভার-৩৭৩ বর্তমানে ইসলামী প্রজাতন্ত্রের অঞ্চল পর্যবেক্ষণ করছে।

ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা আরসিএস এর সাহায্যে বিভিন্ন লক্ষ্যবস্তুকে টার্গেট করতে সক্ষম বলে জানান তিনি।

এর আগে ওই কর্মকর্তা বলেছিলেন, ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী বিভিন্ন ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে আধুনিক যন্ত্রপাতির পর্যায়ে রয়েছে।

সূত্র: মেহর নিউজ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ