Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লালপুরে লাইসেন্স না থাকায় তিন ইটভাটায় ১৯ লাখ টাকা জরিমানা

লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০২৩, ৮:৫৭ পিএম

লাইসেন্স না থাকায় অভিযান চালিয়ে নাটোরের লালপুর উপজেলার ৩টি ইটভাটা মালিকের ১৯ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এসময় একটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে। উপজেলার মঞ্জিলপুকুর এলাকার জেএইচবি ইটভাটার মালিক হাফিজুল ইসলামকে ৭ লাখ টাকা, এমকেএম ইটভাটার মালিক সবুর আলীকে ৫ লাখ টাকা এবং মাধবপুর পালপাড়া এলাকার এইচবিআর ইটভাটার মালিক মাসুদুর রহমান সান্টুকে ৭ লাখ টাকাসহ মোট ১৯ লাখ টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার অভিযান চালিয়ে এই জরিমানা করেন।

নাটোর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক (সিনিয়র কেমিস্ট) সুকুমার সাহা বলেন, ইটভাটা স্থাপন ও নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ৬ ও ৮ ধারা অনুযায়ী লাইসেন্স না থাকা, অবৈধভাবে মাটি সংগ্রহ ও জ্বালানী কাঠ ব্যবহার করা এবং জিকজ্যাক চুল্লি ও ছাড়পত্র না থাকায়, বিদ্যালয়ের এক কিলোমিটারের মধ্যে ইটভাটা স্থাপনের অপরাধে অভিযান চালিয়ে জরিমানা করা হয়। এ ছাড়া মোহরকয়া চর এলকায় এমআরবি ইটভাটায় অবৈধ ড্রাম চিমনী ব্যবহার করায় তা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ