Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা

পঞ্চগড় জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০২৩, ৪:৪৬ পিএম

পঞ্চগড়ে অবৈধ দুই ইটভাটাকে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৭ জানুয়ারী) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: ফজলে রাব্বি।ভাটাগুলো বোদা উপজেলার মুন্নাপাড়া এলাকার মেসার্স বি বি ব্রিকসকে ৫ লাখ এবং ভাসাইনগর এলাকার এম এল এম ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয় ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তর, রংপুর বিভাগ এর পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন,
পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইউসুফ আলী, পরিবেশ অধিদপ্তর, রংপুর বিভাগ এর সিনিয়র কেমিস্ট হাসান-ই-মোবারক উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারি পরিচালক ইউসুফ আলী জানান,এ ধরনের অভিযান অব্যহত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ