মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আগামী তিন মাসের মধ্যে রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক এসইউ-৩৫ যুদ্ধবিমান পাচ্ছে ইরান। এ ব্যাপারে রাশিয়ার সঙ্গে একটি চুক্তি হয়েছে বলে রোববার ইরানের এমপিরা জানিয়েছেন।
যুদ্ধবিমান ছাড়াও রাশিয়ার কাছ থেকে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এবং অন্যান্য অত্যাধুনিক যুদ্ধাস্ত্র ক্রয় করছে ইরান। খবর আনাদোলুর।
ইরানের পার্লামেন্টে জাতীয় নিরাপত্তাবিষয়ক কমিটির সদস্য শাহরিয়ার হায়দারি দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম তাসনিম নিউজকে রোববার এসব কথা জানান।
শাহরিয়ার হায়দারি বলেন, আগামী ২১ মার্চ ইরানি নববর্ষ শুরু হবে। এই সময়ের মধ্যেই রাশিয়া থেকে এসইউ-৩৫ যুদ্ধবিমান এসে তেহরান পৌঁছাবে।
তারও আগে অত্যাধুনিক হেলিকপ্টার, মিসাইল ডিফেন্স সিস্টেম এবং অন্যান্য সামরিক সরঞ্জাম এসে ইরানে পৌঁছাবে।
স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, ইরান তার বিমানবাহিনীকে সমৃদ্ধ করতে দুই ইঞ্জিনবিশিষ্ট চতুর্থ প্রজন্মের ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান ক্রয় করছে রাশিয়া থেকে।
এসব যুদ্ধবিমান ইরানের মধ্যাঞ্চল ইস্পাহানে অবস্থিত দেশটির কৌশলগত সামরিকঘাঁটি আতাব-৮ (টেকটিক্যাল এয়ার বেস) এ রাখা হবে।
ইরান ১৯৯০ সালে রাশিয়ার কাছ থেকে মিগ-২৯ যুদ্ধবিমান কিনেছিল। এর পর আর কোনো অত্যাধুনিক যুদ্ধবিমান কিনতে পারেনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।